banner

শুক্রবার, ০৩ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 479 বার পঠিত

অপ্রত্যাশিত কিছু ভুল পারিবারিক বন্ধনে

...
পরিবার হচ্ছে একটি চমৎকার সংগঠন।
আমরা পরিবারকে কিছুটা রাষ্ট্রের সাথে তুলনা করতে পারি। যেখানে প্রধানমন্ত্রী থাকেন, প্রেসিডেন্ট থাকেন, আর বাকী সবাই জনগণ।

একটা পরিবারের মুল চালিকাশক্তি হচ্ছে পারস্পারিক বন্ধন। দায়িত্ব, সম্মান আর ভালোবাসাযুক্ত থাকলে, পরস্পরকে চুম্বক আর ইস্পাতের মত দৃঢ়ভাবে আটকে রাখে।
আর Barbara Greenberg ভদ্রলোক একজন সাইকোলজিস্ট তিনি অসংখ্য ক্লাইন্ট দেখেছেন, অতঃপর তার মনে হল আসলে সন্মানিত পরিবারগুলতে কেন যেন আস্তে আস্তে পারস্পারিক বন্ধনগুল নড়বড়ে হয়ে যাচ্ছে। ২৫ বছর ধরে তিনি কাউন্সিলর হিসেবে কাজ করছেন। অনেক বয়সের ব্যক্তিদের দেখেছেন।

তার মতে, বিভিন্ন ধরণের আবেগীয় কষ্টের পরিস্থিতি তৈরি হয় মুলত পরিবারের সদস্যদের কাজ থেকে।

এই পোস্টটি তিনি অনেকগুল জীবনের বাস্তব চিত্র দেখে তা থেকে তুলে এনেছেন Barbara Greenberg।

কিভাবে এই বিভ্রান্তিকর পারিবারিক ডায়নামিক্সের সেটটি সন্নিবেশিত হয়।
যা সত্যিকার অর্থে ভয়ঙ্করভাবে বিভ্রান্তিকর।

আসুন দেখা যাক সেই অপ্রত্যাশিত মূল্যবান কারণগুল,

মডেলিং মডেলিং
***মডেলিং(Modeling)

“””বাবা বাবা….বৃদ্ধ মা ঘর থেকে ডাকছেন ছেলেকে।
ছেলে ঘন্টা খানেক আগে অফিস থেকে এসে
ফ্রেশ হয়ে তার ছোট ছোট বাচ্চাদের সাথে খেলছেন।
জি মা, এই মাত্র অফিস থেকে এসেছি,
ফ্রেশ হয়ে আসি।

♦পাঁচ বছরের আয়ান অবাক হয়ে বলে বসে,
“বাবা তুমি মিথ্যে বলছ”।””””

কিছু পরিবারের সদস্যরা কথা এবং কাজে যখন দ্বিমুখী পদক্ষেপ নেন।
ছেলে বৃদ্ধ মায়ের আবেগ অনুভব করেনি ছোট্ট ছেলেটিও বড় হয়ে তার বাবার আবেগ বুঝতে সমস্যায় পড়তে পারে। ইতিহাস রিপিট নেক্ট ইতিহাস।

সম্ভবত আপনি দেখছেন আপনার মা বাসার কাজের মেয়েটিকে মানুষ হিসেবে প্রাপ্ত সন্মান দিচ্ছেন, সন্তান হিসেবে এই দৃশ্যটির আপনি সাক্ষী। যখন আপনি ক্রমবর্ধমান ঐ পর্যায়ে যাবেন। আপনি তাই করবেন যা শিখছেন। সুতরাং বাড়িতে আমরা এই মডেলিং দেখে দেখে বন্ধন গড়া শিখি।

উচ্ছ্বাস উচ্ছ্বাস

***শক্তি এবং নিয়ন্ত্রণ(Power and Control)

ধরুণ,
ছোট্ট মেয়ে কণা এবার ছয় বছর।
এই দাদা এক গ্লাস পানি দাও ত।
প্রায় দাদাজান কণাকে এভাবেই বলে দাদাজান এক গ্লাস পানি দাও ত।
কণার বাবা শুনে চমকে উঠে।
তুমি বেয়াদব এর মত তোমার দাদার সাথে কথা বল ঠাস..ঠাস দিব কিন্তু
ভদ্রতা শিখছ না তুমি।
সরি বল, সরি বল দাদাজানকে।
এই যে আমরা দেখি কিছু বাচ্চা বুলিং(অন্য বাচ্চাদের খোটা দেয়, নানান ধরনের কটু কথা, নাম বিকৃতি বা পোশাক আশাক নিয়ে কষ্ট দেয়)
কেন করে তারা এই রূপ পাওয়ার আর অতিরিক্ত কন্ট্রোল পরিবেশে। অর্থাৎ প্রভাবশালী ব্যক্তি তাদের উচ্চ ক্ষমতা এবং নিয়ন্ত্রণ উচ্চ মাত্রার প্রয়োগের ফলে বাচ্চাদের মধ্যে অস্বাভাবিক আচরণ গড়ে উঠে।

ক্লান্তি ক্লান্তি

***ক্লান্তি(Exhaustion):

“”””হ্যালো
হ্যা শুনছ তুমি।

♦আসসালামু আলাইকুম, কি অবস্থা?

অবস্থা কি বলব? আম্মার কাছে বাবুকে দিয়ে একটু বাথরুমেও যেতে পারি না।
আজকে কি হয়েছে শোন…..

ছেলেটি খুব খুব বিরক্ত প্রথম প্রথম মায়ের নামে কথাগুল শুনলেও
এখন বড় ক্লান্ত হয়ে পড়ছেন দিন দিন।
বউ ফোন করলে হু হা বললেও ফোন পাশে রেখে দেন।
আগের টান কি কমছে।
নিজের সন্তানরা দাদা দাদী সম্পর্কে কি ভাবছেন???”””

মাঝে মাঝে কেউ কেউ কোন আত্মীয় বা আপনজনের কিছু আচরনে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েন।
তারা এর আচরনের পরিবর্তন এর ব্যাপারে আশাহত হয়ে পড়েন, ভাবেন অনেক সহ্য করেছি আর না। ফলে তাকে অপ্রয়োজনীয়, বাতিল মানুষের তালিকায় ফেলে দেন অজান্তে কারন প্রত্যেকেরই কষ্ট সহ্য করার একটা নির্দিষ্ট সীমারেখা রয়েছে।

নতুন জীবন নতুন জীবন

***নতুনভাবে জীবন শুরু:

“মেয়েটির একটা ছেলের সাথে খুব খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল,
বিয়ের আগে দীর্ঘ সময়ের পরিচিত জায়গা থেকে চলে যেতে হচ্ছে যাতে ছেলে পক্ষ এ বিষয়টি কোন ক্রমে টের না পায়।””

জীবনের কোন বেলায় যখন আমার পরিবার, আমার আশেপাশের মানুষজন, আমার ছোটবেলা এবং আমার অতীত সম্পর্কে অনেক কিছু জানে কিন্তু আমি চাইনা অতীতের কোন কিছুই সামনে আনতে তখন আমি কিভাবে আমার অতীতকে ভুলে জীবনের নতুন গল্প লিখব? একটা পথ হচ্ছে, এসব জানে যারা তাদের থেকে নিজেকে সরিয়ে নেয়া।
আপনার পরিবার এবং অন্যান্য সম্পর্ক থেকে অনেক দূরে সরে যায়। সম্ভবত ভুল অতীত স্মরণ করিয়ে দিতে চান না কেউ।
এর একটি উপায় হল সেই সব সদস্যদের সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া।
যাতে আপনার গল্প পুনর্লিখনে কেউ বাধা হয়ে না দাড়ায়।

বিশ্বস্ততা বিশ্বস্ততা
***বিশ্বস্ততা:
“বিয়ে ত করেছ?
♦জি।
কিছু বিষয় এখন তোমাকে মেনে চলতেই হবে।
♦জি।
তোমার বোনের বাচ্চাদের নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি আর লাফালাফি ছেড়ে দিতে হবে।
♦মানে, কেন?
কেন মানে যে কোন একটা পরিবার এখন বেছে নিতে হবে বুচ্ছো।
♦না।
হয় বাবার বাড়ি নয়ত শশুড় বাড়ি।”

ধরুন আপনি এমন একটা সিচুয়েশন এ পড়লেন যে আপনাকে পুর্বের সম্পর্কের বাচ্চা এবং নতুন সম্পর্কের পার্টনারের মধ্যে একজনকে বেছে নিতে হবে। এই অবস্থায় সিদ্ধান্ত নেয়া কি সহজ,সাধারনত??
মোটেই না।
কিন্তু অনেকেই এই অবস্থার মধ্য দিয়ে যায়।
তখন বন্ধন ভেঙ্গে পড়ে।

এর ফলে আত্মীয়তার বন্ধনে, অর্থাৎ বাবা-মার সাথে সন্তানদের, ভাই-বোনদের মাঝে এবং এরূপ অন্যান্য নিকট আত্মীয়দের (ফুপু, মামা, খালা) একে অপরের সাথে দিন, মাস, বছর এবং এমনকি কখনো কখনো সারা জীবনের জন্য আর সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক থাকে না।

বন্ধন বন্ধন
আমাদের আশা আকাঙ্ক্ষা এবং পারিবারিক বৈষম্য নিয়মনীতির সংশোধন করা দরকার। তা না হলে ইতিহাস ঘেটে দেখা যাবে এর ক্ষতিকর দিক আছে। যে সম্পর্কের পুনর্বিবেচনা করার সামান্য ইচ্ছা এবং শক্তি রয়েছে।সেখানে সহযোগিতা করা দরকার।
আপনি আপনার পারিবারিক গতিবিদ্যার নির্দিষ্ট সেট বুঝার চেষ্টা করুন। তা প্রত্যেকের সৌভাগ্য বয়ে আনবে।

লেখক:
Barbara Greenberg,
Ph.D
clinical psychologist
অনুবাদ:
Amina Anzum Mishu
&
Fatema Shahrin

Facebook Comments