banner

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 287 বার পঠিত

শ্রীপুরে বাল্যবিয়ে রোধে উন্নয়ন নাট্য

প্রতিনিধি, অপরাজিতাবিডি ডটকম

gazipur
গাজীপুর: শিশু অধিকার রক্ষা, শিশু বিয়ে রোধ, বালিকা ও যুব নারীর প্রতি সহিংসতা বন্ধে শুক্রবার বিকেলে উপজেলার লোহাগাছ গ্রামে উন্নয়ন নাট্য ‘জোনাকীর কথা’ মঞ্চস্থ হয়েছে।

 

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায়, ঢাকা আহছানিয়া মিশনের গার্ল পাওয়ার প্রজেক্টের আওতায় শ্রীপুরের সিএসও (সিভিল সোসাইটি অর্গানাইজেশন) নাটকটি মঞ্চস্থ করেন।

 

উপজেলা নেটওয়ার্ক কমিটির সভাপতি আব্দুল কাদির মাষ্টারের সভাপতিত্বে নাট্যানুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নেটওয়ার্ক কমিটির সম্পাদক আব্দুস সালাম রানা, সহ-সম্পাদক আনোয়া বেগম, ঢাকা আহছানিয়া মিশনের টেকনিক্যাল অফিসার মাহমুদা খানম ও ইউএফ আতাউর রহমান প্রমুখ। স্থানীয় তিন শতাধীক গ্রামবাসী নাটকটি উপভোগ করেন।

 

অপরাজিতাবিডিডটকম/আরএ/এ/১৪৫১ঘন্টা২১ফেব্রুয়ারি২০১৪

Facebook Comments