banner

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 128 বার পঠিত

খাগড়াছড়িতে সবিতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক, অপরাজিতাবিডি ডটকম
manabondhon
খাগড়াছড়ি : গৃহবধূ কমল চাকমা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে খাগড়াছড়িতে বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছে বিভিন্ন নারী ও মানবাধিকার সংগঠন।

জেলা শহরের আদালত সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন, নারীনেত্রী টুকু তালুকদার, উইমেন রিসোর্স নেটওয়ার্ক’র সমন্বয়কারী এড. সুস্মিতা চাকমা, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি’র চেয়ারপারসন শেফলিতা ত্রিপুরা, সমাজকর্মী ধীমান খীসা, নারীনেত্রী নমিতা চাকমা, আওয়ামী লীগ নেত্রী নিগার সুলতানা, কমলছড়ি মহিলা সমিতি’র সভানেত্রী পূর্ণিমা চাকমা, নিহত সবিতা’র প্রতিবেশী কাজলা চাকমা এবং উন্নয়নকর্মী সুযশ চাকমা।

সমাবেশে খাগড়াছড়ি সদর উপজেলার সদ্য নির্বাচিত চঞ্চুমনি চাকমা ও সিইচটি কমিশনের সমন্বয়কারী হানা শামস আহম্মেদ সংহতি প্রকাশ করেন।

উল্লেখ্য, গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খাগড়াছড়ি’র কমলছড়ি থেকে গৃহবধূ সবিতা চাকমা’র লাশ উদ্ধার করেছিল। এই ঘটনায় তার স্বামী দেবরতন চাকমা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা রুজু করলেও পুলিশ এখনো কিছুই করতে পারেনি।

 

অপরাজিতাবিডিডটকম/আরএ/১৬২২ঘন্টা২০ফেব্রুয়ারি২০১৪/এ

Facebook Comments