অপরাজিতাবিডি ডটকম, পিরোজপুর : পিরোজপুরের ভান্ডারিয়ায় নারগিস আক্তার(১৬)নামে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করেছে ভান্ডারিয়ার মাছ বাজার এলাকার হোটেল ব্যবসায়ী ফোরকান (২০)।
অপহৃত নারগিস রামবদক মেদিরাবাদ তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী ও রাজাপুর উপজেলার হালদার খালী তারাবুনিয়া গ্রামের সৌদী প্রবাসী মোঃ জাহাঙ্গীর হোসেনের মেয়ে ।
জানা যায় ,প্রতিদিনের মতো আজও পরীক্ষা কেন্দ্রে আসার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা ফোরকান তার ৪/৫ জন সহযোগীসহ একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় নারগিসকে।
এদিকে স্থানীয়রা এ খবর প্রশাসনকে জানালে ভান্ডারিয়া থানার এস আই নুরুল ইসলাম ও কনেস্টবল মাসুদ তাৎক্ষণিক অভিযান চালিয়ে নারগিসকে বহনকারী রিক্সার চালক সোহেল কে আটক করে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, রিক্সা চালক সোহেল, অপহরণকারীর মা ও বোনকে জিজ্ঞাসাবাদ চলছে এবং অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
অপরাজিতাবিডিডটকম/আরএ/২০৫৫ঘন্টা১৪ফেব্রুয়ারি২০১৪