banner

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 384 বার পঠিত

তেষ্টা..

যদি আবার ভালবাসতে হবে বলিস,
তবে বলে দিই,
ও আমার আর হবেনা।
অমন উজাড় করে দেবার মন
আমার আর নেই এখন।
যা পারিনা,
তা পারবো বলে আর
বসতে চাইনা ভদ্রলোকদের আসরে।
আজকাল বড্ড উছন্নে গেছি জানিস!
মনে আর ভদ্রলোকদের জন্য মায়া হয় না…
আমার কেবল অভদ্রদের মায়া হয় ইদানিং।
যত ছোটলোক, নিচুজাত, অচ্ছুতদের মায়া হয়…
আমি কেবল ভালবেসে ফেলি পথকে।
ঘরকে আর পারিনা…
আমার কেবল যুগ যুগ ধরে
হেটে যেতে মন চায় পৃথিবীর পথে।
কেবল মনে হয়,
হাটতে থাকি,
হাটতে থাকি…..
হাটতে হাটতে একদিন লুটিয়ে পড়ি
পথের প্রশান্ত বুকে।
পথের ধূলায় ঢেকে যাবে
আমার মুখোশের গায়ে লেগে থাকা যুগান্তরের ক্লান্তি।
আমার আসল-নকল সবটা ঢেকে যাবে তাতে…।
আমার সমস্ত রেখে যাবো পথের কাছে।
সমস্ত অর্জন, প্রাপ্তি, আমিত্ব…
শেষ নিঃশ্বাসে পথের কোলে মাথা রেখে
মস্তিষ্কের স্নায়ু হাতড়ে খুঁজবো
তরল আবেগগুলো,
নিষ্কলঙ্ক ভালবাসাগুলো,
সে সময়গুলো;
যখন সবাইকে ভালবাসতাম খুব!
নিস্প্রাণ নেত্রজোড়ায়
দুধের সরের মত ভেসে থাকবে নিস্পাপ অনুভূতিরা।
আমৃত্যু এত অমৃত পান করেও
তেষ্টায় খুব ছটফট করবো হয়ত,
কিন্তু তাতে কি?
এক জীবনে কারইবা তেষ্টা মেটে!

...

সুমাইয়া তাসনিম
(সাইকোলজি)

Facebook Comments