banner

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 905 বার পঠিত

 

আড়ং পূজা কালেকশন ২০১৬ প্রদর্শনী

ঢাকের তালে তালে আড়ং-এর পূজার পোশাক পরে র‌্যাম্পে হাঁটলেন মডেলরা। শনিবার সকালে আড়ং ওয়ারী আউটলেটে অনুষ্ঠিত পূজা ২০১৬ কালেকশনের প্রদর্শনী অনুষ্ঠানে এমন দৃশ্য দেখা যায়। এতে উপস্থিত ছিলেন আড়ং এর রিওয়ার্ড কার্ড মেম্বার ও বিভিন্ন মিডিয়া প্রতিনিধিগণ। সেখানে মডেলদের উপস্থাপিত আড়ং পূজা কালেকশনের র‌্যাম্প শো থেকে পণ্য সরাসরি দেখে ওই পণ্য প্রি-অর্ডার দেয়ার সুযোগ রাখা হয় আমন্ত্রিত অতিথিদের জন্য। ফ্যাশন শো’টি কোরিওগ্রাফি করেন আজরা মাহমুদ।

আড়ং পূজা কালেকশনের মূল ভাবনায় ছিলো উৎসবের বর্ণিলতা আর সুতি, মসলিন এবং হাফ সিল্কে ফুলেল মোটিফের প্রাধান্য। সায়োয়ার কামিজ এবং শাড়িতে চিরায়ত লাল সাদার পাশাপাশি রয়েছে সুবজ, হলুদ এবং মেজেন্টা রঙের ছোঁয়া। ছেলেদের পাঞ্জাবি ধুতি সেটের সাথে মিশেল ঘটেছে হাল ফ্যাশনের ট্রেন্ডি কোটির। এবারের নতুন সংযোজন আড়ং পূজা গিফট বক্স। পূজার ঐতিহ্যবাহী নানান সামগ্রীর সমন্বয়ে সাজানো হয়েছে এই গিফট বক্স।

আড়ং দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড এবং পূজায় এক অপরিহার্য শপিং ডেস্টিনেশন।

ফেসবুক: https://www.facebook.com/BRAC.AARONG/

Facebook Comments