banner

রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ইং, ,

পোস্টটি 281 বার পঠিত

 

চঞ্চলের আয়নাবাজি দেখার প্রত্যয় সাকিবের

তখন চলছিল আয়নাবাজির শুটিং। হঠাৎ একদিন শুটিং এ গিয়ে উপস্থিত সাকিব আল হাসান। কিছুক্ষণ সেটে বসে শুটিং দেখে তিনি নাকি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে সেট ছেড়ে যাবার আগে তিনি চঞ্চল চৌধুরীর কাছে আয়নাবাজি দেখার প্রত্যয় ব্যক্ত করেন। সম্প্রতি এমনটিই জানিয়েছেন চঞ্চল চৌধুরী।

নিজের ফেসবুক পাতায় চঞ্চল লেখেন, ‘আয়নাবাজির শুটিং এ এসেছিলেন অলরাউন্ডার। অনেকক্ষণ শুটিং দেখে সেদিনই সাকিব আল হাসান আমাকে বলেছিলেন যে চঞ্চল ভাই, অবশ্যই আয়নাবাজি দেখবো।‘

Facebook Comments