banner

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 672 বার পঠিত

 

পুরুষের হাতে মেহেদি লাগনো জায়েজ নাকি ?

পুরুষের জন্য সৌন্দর্য বৃদ্ধি কল্পে হাতে বা পায়ে মেন্দি লাগানো জায়েয নেই বরং মাকরূহ। তবে যাদি কোন ঔষধ হিসাবে যেমন হাতে বা পায়ের কোন ঘায়ের জন্য ব্যবহার করে তাহলে এটা ঔষধ হিসাবে ব্যবহারের কারণে মকরূহ হবে না। অনুরূপভাবে পুরুষের সাদা চুল বা দাড়িতে মেন্দি লাগানো জায়েয আছে।

আমাদের সমাজে বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরুষরা হাতে মেন্দি লাগায়। বিশেষত বিয়ের সময় ছেলে মেয়ে উভয়ই মেন্দি লাগায়। আবার অনেক বৃদ্ধ লোক দাড়ি বা চুলে ইচ্ছাকৃতভাবে মেন্দি লাগায়। আমার জানার বিষয় হচ্ছে ছেলেদের এইভাবে মেন্দি লাগানো জায়েজ আছে কিনা?

পুরুষের জন্য সৌন্দর্য বৃদ্ধি কল্পে হাতে বা পায়ে মেন্দি লাগানো জায়েয নেই বরং মাকরূহ। তবে যাদি কোন ঔষধ হিসাবে যেমন হাতে বা পায়ের কোন ঘায়ের জন্য ব্যবহার করে তাহলে এটা ঔষধ হিসাবে ব্যবহারের কারণে মকরূহ হবে না। অনুরূপভাবে পুরুষের সাদা চুল বা দাড়িতে মেন্দি লাগানো জায়েয আছে। আর মহিলরা সর্ব অবস্থায় যে কোন কারণে যে কোন জাগায় মেন্দি ব্যবহার করতে পারবে। আর বিয়ের সময় মেন্দি লাগানো শুধু মেয়েদের জন্যই জায়েয হবে, পুরুষের জন্য নয়। (ফাতাওয়ে আলমগীরী)

Facebook Comments