banner

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 197 বার পঠিত

 

তৈরি করুন মজাদার চিকেন কাঠি রোল

মুরগি মাংসের যেকোন খাবার খেতে দারুন লাগে। মুরগি মাংস দিয়ে নানা খাবার তৈরি করা যায়। বাচ্চাদের টিফিনে কি খাবার দেবে তা নিয়ে মায়েদের চিন্তার শেষ নেই। বাচ্চাদের টিফিনের সমস্যা সমাধান করে দেবে চিকেন কাঠি রোল। সহজে অল্প কিছু উপকরণ দিয়ে এই কাবাবটি তৈরি করে নিন।

উপকরণ:  

ডো তৈরির জন্য:

২ কাপ ময়দা

১ কাপ আটা

১ চা চামচ লবণ

পুররের জন্য:

২৫০ গ্রাম মুরগির মাংস

৫টি পেঁয়াজ কুচি

১ চা চামচ আদা রসুনের পেস্ট

১ চা চামচ জিরা গুঁড়ো

১ চা চামচ হলুদ গুঁড়ো

১ চা চামচ মরিচ গুঁড়ো

২ চা চামচ চিকেন মশলা পাউডার

১ চা চামচ চ্যাট মশলা

৩ চা চামচ লেবুর রস

তেল

১টি শসা কুচি

২টি পেঁয়াজ কুচি

১ চা চামচ লেবুর রস

১ চা চামচ চ্যাট মশলা

২টি ডিম ফাটানো

লবণ

চাটনি (পুদিনা পাতা, ধনেপাতা, কাঁচা মরিচ, লবঙ্গ, লেবুর রস এবং লবণ)

প্রণালী:

১। একটি পাত্রে ময়দা, আটা, লবণ এবং পানি মিশিয়ে ডো তৈরি করে নিন।

২। চুলায় প্যান দিয়ে তাতে তেল গরম করতে দিন। তেল গরম হয়ে আসলে জিরা দিয়ে দিন।

৩। জিরা ফুটে আসলে এতে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে দিন।

৪। পেঁয়াজ নরম হয়ে আসলে এতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিন।

৫। এরপর এতে মুরগির টুকরো এবং লবণ দিয়ে ১০ মিনিট রান্না করুন।

৬। চিকেন মশলা দিয়ে ৫ মিনিট রান্না করুন। এরপর এতে গরম মশলা, চ্যাট মশলা এবং লেবুর রস দিয়ে ৫ মিনিট রান্না করুন।

৭। রান্না হয়ে গেলে এটি নামিয়ে রাখুন।

৮। ডো দিয়ে রুটি তৈরি করে নিন। অল্প তেলে রুটি ভেজে নিন।

৯। রুটি ভাজা হয়ে গেলে একটি ডিম ফেটে প্যানে দিয়ে দিন। ডিমটির উপর রুটি দিয়ে ভাজুন।

১০। শসা কুচি, পেঁয়াজ কুচি, লেবুর রস, চ্যাট মশলা, এবং লবণ দিয়ে সালাদ তৈরি করে রাখুন।

১১। ডিম রুটির উপর চাটনি, মুরগির মাংস এবং সালাদ দিয়ে রোল তৈরি করুন।

১২। সস দিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন কাঠি রোল।

Facebook Comments