banner

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 387 বার পঠিত

 

সালোয়ার কামিজের সঙ্গে যে ধরণের জুতো মানানসই

বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে অনেক নারী শাড়ির বদলে সালোয়ার কামিজেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাই সালোয়ার কামিজের সাদামাটা সাজকে আরও আকর্ষণীয় করে তুলতে সঙ্গে থাকা চাই স্টাইলিশ জুতো –

হাই হিল : হাই হিলের কথা নতুন করে  বলার অপেক্ষা রাখে না। স্টাইলিশ লুকের ক্ষেত্রে স্টিলেটোর কোন তুলনা নেই। রাতের জমকালো পার্টিতে অনায়াসে সালোয়ার কামিজের সঙ্গে হাই হিলের জুটি গড়তে পারেন।

পাম্প শু : অনুষ্ঠানে অনায়াসে পরে ফেলতে পারেন সলিড গোল্ড পাম্প শু। ট্র্যাডিশনাল হোক বা এথনিক, যেকোনও সালোয়ার কামিজের সঙ্গে ভালো মানাবে এই শু।

জরির কাজ করা স্যান্ডেল : যে কোনও অনুষ্ঠানে এই জুতো পরতে পারেন। দেখতে সুন্দর তো বটেই, তাছাড়া এই জুতো পরতেও বেশ আরামদায়ক। বিশেষ করে সোনালি বা রুপোলি রঙের জরির কারুকার্য করা জুতো দারুণ দেখায়।

কোলাপুরি চপ্পল : যেকোনও ধরনের ট্র্যাডিশনাল সালোয়ারের সঙ্গে পরতে পারবেন কোলাপুরি জুতো। বিশেষ করে পোশাকের সঙ্গে মানানসই রং বেছে নিতে সাজগোজে বিশেষ মাত্রা যোগ করতে পারেন।

Facebook Comments