অপরাজিতাবিডি ডটকম: সময়ের সাথে সাথে বিশ্বব্যাপী বিভিন্ন খাতে নানা ধরনের পরিবর্তন সূচিত হয়েছে। গত কয়েকবছরে এই ধরনের পরিবর্তনের মধ্যে যেগুলো সকলের মনোযোগ অনেক বেশি কেড়েছে, তার মধ্যে রয়েছে মিডিয়ার প্রসার। সারাবিশ্বে তো বটেই, আমাদের দেশেও গত কয়েকবছরে মিডিয়ার প্রসার ঘটেছে ব্যাপকভাবে। ফলে ক্যারিয়ার গড়ার জন্য অনেকেই এখন ঝুঁকে পড়ছেন মিডিয়ার দিকে। বিশেষ করে এসব বিষয়ে তরুণদের আগ্রহটাই বেশি। ব্রডকাস্ট মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজনীয়সংখ্যক দক্ষ গণমাধ্যমকর্মী তৈরি করতেই পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে শুরু হয়েছে বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ কোর্স। এখান থেকে সফলভাবে কোর্স সম্পন্ন করে একজন শিক্ষার্থী টেলিভিশন সাংবাদিক, উপস্থাপক, প্রযোজক, ভিডিওগ্রাফার, ভিডিও এডিটরসহ বৈচিত্র্যময় সব পেশাতে নিয়োজিত করতে পারে নিজেকে। আর গড়ে তুলতে পারে আধুনিক একটি ক্যারিয়ার।
এসব বৈচিত্র্যময় পেশার মধ্যে অনেকেই স্বাতন্ত্র্য ক্যারিয়ারও গড়তে পারেন। যেমন, আপনার হয়ত ইচ্ছা প্রামাণ্যচিত্র বানানো। সেটা কিন্তু ভিডিও ফরম্যাটেও হতে পারে কিংবা স্থিরচিত্রের মাধ্যমেও হতে পারে। এসব বিষয়ও পড়ানো হয় এখানকার ব্রডকাস্ট অ্যান্ড ক্রস মিডিয়া জার্নালিজম বিষয়টিতে। তাই এই বিষয়ে ভর্তি হয়ে প্রামাণ্যচিত্র তৈরির উপরেও ক্যারিয়ার গড়তে পারেন।
যারা ইতোমধ্যেই সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন, তাদের জন্যও এই কোর্সটি অত্যন্ত কার্যকর হতে পারে। বিশেষ করে টিভি চ্যানেলগুলোতে কর্মরতদের জন্য এই কোর্সটি অত্যন্ত উপযোগী। কারণ এই কোর্সে টিভি রিপোর্টিং ও ডকুমেন্টরি তৈরির কাজ যেমন শেখানো হয়, তেমনি ওয়েবসাইটের কাজও শেখানো হয়।
পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট সূত্রে জানা যায়, এই প্রতিষ্ঠানটি মূলতই শিক্ষার্থীদের নিজেদের পছন্দের পেশার উপযোগী করে গড়ে তোলার জন্য কাজ করে থাকে। রেডিও বা টেলিভিশন—ব্রডকাস্টিং মিডিয়ায় মূল কাজটিই হলো গল্প বলতে পারার দক্ষতা। আর একজন শিক্ষার্থীর মাঝে সেই দক্ষতাটিই সঠিকভাবে ফুটিয়ে তোলার কাজ করে থাকে প্রতিষ্ঠানটি। ৯১৩৩৯৩৮, ০১৭৮০৩৭৯৩৯৯ নম্বরে ফোন করে এই কোর্সটি সম্পর্কে আরও তথ্য জেনে নেওয়া যাবে।
বর্তমানে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটে যে কোর্সগুলোর উপর প্রশিক্ষণ হচ্ছে, তা হলো ফিল্ম মেকিং, সিনেমাটোগ্রাফি বা ক্যামেরা অপারেশন, ভিডিও এডিটিং এবং সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা। এই চারটি বিষয়ে তিন মাসের সার্টিফিকেট কোর্স করানো হচ্ছে। এখানকার ভর্তি প্রক্রিয়া, পরীক্ষা পদ্ধতি, ক্লাস—সবই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী চলে। কোর্সটির মান নিয়েও প্রশ্নের অবকাশ নেই। কেননা, এই কোর্সের কারিকুলাম তৈরিতে সহায়তা করেছে নেদারল্যান্ডসের ইরাসমাস বিশ্ববিদ্যালয়।
ব্রডকাস্ট ও ক্রস মিডিয়া জার্নালিজমের পরবর্তী ব্যাচ শুরু হবে এই জানুয়ারি থেকেই। আগ্রহীরা এখনই আবেদন করতে পারবেন।
যোগাযোগ :পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া একাডেমি, বাড়ি-৫৮, রোড-১৫/এ (নতুন), ধানমন্ডি, ঢাকা।
-প্রতিবেদক,অপরাজিতাবিডি ডটকম