ছাগলে সবজি ক্ষেত নষ্ট করার অভিযোগে মাগুরা সদর উপজেলার কুকনা গ্রামে মালতী রাণী (৪০) নামে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে সদর উপজেলার কুকনা ঘোষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে এলাকার কয়েকজন মালতী রাণীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে।
মালতী রানী জানান, সংসারে বাড়তি আর্থিক জোগানের জন্য তিনি হাঁস-মুরগি পালন করেন ও ফাঁকা মাঠে গরু-ছাগল চরান। এ নিয়ে প্রতিবেশী ভরত কুমার প্রায়ই তাকে বকাঝকা করেন। বিষয়টি এলাকার কয়েকজনকে জানালে ভরত কুমার তার ওপর ক্ষিপ্ত হন ও মালতীর একটি গরু সম্প্রতি লোক দিয়ে গোয়াল থেকে খুলে নিয়ে যান। ঘটনাটি মালতী মাগুরা সদর থানায় অবহিত করলে ভরত কুমার তার ওপর আরও ক্ষিপ্ত হন। এরই এক পর্যায়ে গতকাল বিকালে মালতী রানীর পোষা ছাগল ভরত কুমার ঘোষের সবজি খেতে ঢুকে পড়লে ভরত কুমার ও অন্যরা তার নামে নানা কুৎসা রটিয়ে গাছের সঙ্গে বেঁধে বেদম মারধর করে নির্যাতন চালান। বিষয়টি এলাকাবাসী পুলিশকে জানালে অভিযুক্তরা তার বাঁধন খুলে দেন।
নির্যাতিত মালতী রানী কুকনা গ্রামের রতন কুমার শীলের স্ত্রী।
এদিকে খবর পেয়ে পুলিশ এসে মালতীকে উদ্ধার করে। এ ঘটনায় সুলতা মাগুরা সদর থানায় ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
পরে শুক্রবার রাতে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হবে।