banner

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 248 বার পঠিত

 

ধর্মান্ধতা দূর করে নারীকে এগিয়ে যেতে হবে

সমাজ থেকে সব ধরনের কুসংস্কার ও ধর্মান্ধতা দূর করে নারী সমাজকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘নারী সমাজ পিছিয়ে থাকার মূল কারণ ধর্মান্ধতা। এ থেকে নারীদের বেরিয়ে আসতে হবে।’

মঙ্গলবার (২৮ জুন) জাতীয় প্রেসক্লাবে কুড়িগ্রাম রুরাল ওমেন ডেভেলপমেন্ট সেন্টার আয়োজিত “অবহেলিত নারীর সংগ্রামী জীবন এবং কিছু কথা” শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সমাজে নারীদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে দেখা হয়। এমনকি শিক্ষিত নারীরাও বেশকিছু সামাজিক অধিকার থেকে বঞ্চিত। তারা কোন না কোনভাবে অবহেলিত। যার মূলে রয়েছে কুসংস্কার, ধর্মান্ধতা। সমাজ থেকে এসব ধর্মান্ধতা ও কুসংস্কার দূর করতে হবে।’

নারীকে ক্ষমতাহীন ও মর্যাদাহীন রেখে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘শুধুমাত্র ভোটের অধিকার দিলেই নারীর অধিকার প্রতিষ্ঠা হবে না। ভোটের পাশাপাশি নারীর সম্পদ-শিক্ষা-কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করার জন্য নারী-পুরুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

সংগঠনের সভাপতি বিউটি রানীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, আওয়ামী সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয় প্রমুখ।

Facebook Comments