আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত ‘ইত্যাদি’তে থাকছে ৪ মিনিটের একটি বিশেষ পর্ব। যেখানে দেখা যাবে ভিনগ্রহের তিন বাসিন্দার পৃথিবী নামক গ্রহে আগমন ও ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরে যাওয়া। ব্যতিক্রমী এই নাট্যাংশে অংশ নিয়েছেন অভিনেতা ও পরিচালক শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, মডেল ও অভিনেতা ঈমন এবং একটি বিশেষ চরিত্রে মুক্তিযোদ্ধা হিসেবে অভিনয় করেছেন চিত্রনায়ক আলমগীর।
দীর্ঘ এক দশক পর বিটিভিতে অভিনয় চিত্রনায়ক আলমগীর। যেখানে শুরুতে দেখা যাবে ভিনগ্রহের তিন বাসিন্দার পৃথিবী নামক গ্রহে আগমন ও ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরে যায়। যার পরপরই মঞ্চে এসে উপস্থিত হন আলমগীর। যার শেষ অংশে একটি দেশাত্মবোধক গানের পরিবেশনায় ৩০ জন শিশু শিল্পীর সঙ্গে অংশ নিয়েছেন এই নায়ক। বিদ্রূপাত্মক ও রসালো এই পর্বটিতে উঠে এসেছে অনেকগুলো সমসাময়িক বিষয়।
‘ইত্যাদি’ বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।