banner

শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 230 বার পঠিত

 

যারা সেহরি খায় তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন

সিয়াম পালনের জন্য সেহরি খাওয়া সুন্নত। তাই আমাদের সবার উচিত নিদৃষ্ট সময় হওয়ার পূর্বে সেহরি খেয়ে নেয়া। সেহরি খাওয়ার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
تسحروا، فإن في السحور بركة
অর্থ : ‘তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে’। (বর্ণনায় : বোখারি ও মুসলিম)

মনে প্রশ্ন জাগতে পারে সেহরি না খেয়ে সিয়াম পালন করলে যখন সিয়াম আদায় হবে। তবে সেহরি খাবেন কেন?

ক. সেহরি খাওয়া সুন্নত। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেহরি খাওয়ার জন্য উৎসাহিত করেছেন।

খ. ক্ষুধা-পিপাসা মোকাবিলা করার জন্য।

গ. সেহরি খেলে সিয়াম পালনে কষ্ট কম হয় ও সিয়াম পালন সহজ হয়।

ঘ. ইহুদি ও খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করা। কারণ তারা সিয়াম পালন করতে সেহরি খায় না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
فصل ما بين صيامنا وصيام أهل الكتاب أكلة السحور
অর্থ : ‘আমাদের ও ইহুদি-খ্রিস্টানদের সিয়ামের মাঝে পার্থক্য হল সেহরি খাওয়া’। (বর্ণনায় : মুসলিম)

ঙ. সেহরির মাধ্যমে শেষ রাতে তাহাজ্জুদ ও কিয়ামুল লাইল করার সুযোগ সৃষ্টি হয়।

চ. ফজরের সালাত জামাআতের সাথে আদায় করা নিশ্চিত হয়।

তাই সেহরি খাওয়ার ব্যাপারে আমাদের গুরুত্ব দেয়া প্রয়োজন। তবে সেহরির খাওয়া হালকা হওয়া ভালো। এমন বেশি খাওয়া উচিত নয় যাতে দিনের বেলা কাজকর্মে অলসতা দেখা দেয়। যে কোনো হালাল খাবার সেহরিতে গ্রহণ করা যায়। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
نعم سحور المؤمن التمر
অর্থ : ‘মোমিনের উত্তম সেহরি হল খেজুর’। (বর্ণনায় : আবু দাউদ)

তিনি আরো বলেন:
السحور أكلة بركة فلا تدعوه، ولو أن بجرع أحدكم جرعة من ماء، فإن الله وملائكته يصلون على المتسحرين

অর্থ : ‘সেহরি হল একটি বরকতময় খাদ্য। তাই তা তোমরা ছেড়ে দিয়ো না। এক ঢোক পানি দ্বারা হলেও সেহরি করে নাও। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ও ফেরেশ্‌তাগণ সেহরিতে অংশ গ্রহণকারীদের জন্য দোয়া করে থাকেন’। (বর্ণনায় : আহমদ)

Facebook Comments