banner

শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 185 বার পঠিত

 

অ্যাপ বানিয়ে চমকে দিল ৯ বছরের অনবিতা

অনবিতা বিজয়। বয়স গুণে গুণে নয় বছর। এই বয়সে কী এমন করতে পারে শিশুরা? কিন্তু সে দেখিয়েছে। এই বয়সে মোবাইল অ্যাপ তৈরি করে চমকে দিয়েছে হাই টেক বিশ্বকে। এমনকী, অ্যাপলের ডব্লিউ ডব্লিউ ডিসি ২০১৬-র সবথেকে কনিষ্ঠ ডেভলপারও হতে চলেছে সে।

এই বয়সে কীভাবে শিখল এমন কঠিন কোড? প্রশ্ন করা হলে তার সাবলীল জবাব, ‘কোডিং আমার খুব ভাল লাগে। নতুন নতুন কোড শিখতে ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়ালস দেখি। সেখান থেকেই নতুন নতুন কোড শিখেছি।’

অনবিতা এই বয়সে দু’দুটো অ্যাপ বানিয়ে ফেলেছে। তার প্রথম অ্যাপ স্মার্টকিনস অ্যানিম্যালের দ্বারা যে কোনো শিশু অনায়াসে পশু পাখির নাম ও আওয়াজ শিখতে পারবে। আর দ্বিতীয় অ্যাপটি শেখাবে কীভাবে রঙ চিনবেন। এখানেই অনবিতা থেমে নেই। এখন সে আরও একটি নতুন অ্যাপ নিয়ে কাজ করছে। এই সব ক’টি অ্যাপই আইওএস (iOS) ফরম্যাটে সাপোর্ট করবে।

Facebook Comments