banner

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ইং, ,

পোস্টটি 265 বার পঠিত

 

বিশ্বের সবচেয়ে মূল্যবান হ্যান্ডব্যাগ

সম্প্রতি নিলামে বিক্রি হল বিরল একটি বার্কিন হ্যান্ডব্যাগ। এই নিলামটি ছাড়িয়ে গেল পূর্বের সকল নিলামের রেকর্ডকে। ক্রিস্টি’স এর দেয়া তথ্য অনুযায়ী এতে রয়েছে হিমালয় নাইলোটিকাস ক্রোকোডাইল ডায়মন্ড, ৩০ সেন্টিমিটার বার্কিন, ১৮ ক্যারেটের হোয়াইট গোল্ড এবং ডায়মন্ড। জানা যায়, এই সকল আনুষঙ্গিক এশিয়ার বিভিন্ন জায়গা থেকে ব্যক্তিগতভাবে সংগ্রহ করা হয়েছিল। নিলামে হ্যান্ডব্যাগটির দাম উঠেছে ৩,০০,১৬৮ মার্কিন ডলার।

ক্রিস্টি’স এর একটি প্রেসে বলা হয়, ‘হারমিসের বানানো ডায়মন্ডের টুকরাগুলো দারুণ চমৎকার। কিন্তু একটিও হিমালয়ের মতো নয় দেখতে।’ সেখানে আরও বলা হয়- ‘অনেকের ধারণা, বছরে একটি অথবা দু’টি হিমালয় ডায়মন্ড তৈরি করা হয় যাতে করে বিশ্বজুড়ে এই হ্যান্ডব্যাগের উৎপাদন কম থাকে।’

এই ব্যাগটি ২০০৮ সালে তৈরি হয় এবং সিএনএন এর দেয়া তথ্য অনুযায়ী ২০০৯ সালে এটি বিক্রির রেকর্ড ছিল ২,২২,০০০ মার্কিন ডলার।

[বার্কিন হ্যান্ডব্যাগ- অত্যন্ত মূল্যবান হ্যান্ডব্যাগ হিসেবে পরিচিত বিশ্বব্যাপি। বিখ্যাত অভিনেত্রী জেন বার্কিনের নাম অনুসারে এই ব্যাগের নামকরণ করা হয়েছে। বর্তমানে বড় সেলিব্রেটিরা এই ব্যাগ ব্যবহার করে থাকেন। এবং যারা এই ব্যাগ ব্যবহার করেন, তাদেরকে ধনী হিসেবে বিবেচনা করা হয়]

Facebook Comments