banner

রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ইং, ,

পোস্টটি 377 বার পঠিত

 

একাধিক বিয়ের গুঞ্জন সম্পর্কে যা বললেন মাহি

গত ২৫ মে দীর্ঘদিনের বন্ধু অপুকে বিয়ে করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শোবিজ মিডিয়ায় মাহির বিয়ের আমেজ ফুরিয়ে যেতে না যেতেই ২৭ মে সন্ধ্যা থেকে মাহির বিয়ে নিয়ে শুরু হয় নতুন গুঞ্জন। ফেসবুকে ভেসে আসে কিছু ছবি। ছবিগুলোর বরাত দিয়ে খবর প্রচার করা হচ্ছিল মাহি এর অাগেও বিয়ে করেছিলেন। ছবিতে বিয়ের সাজে মাহিকে দেখা যায় তার কথিত বর শাওনের সঙ্গে। বন্ধু শাওনের সঙ্গে মাহির বিয়ের খবর প্রকাশিত হয়েছিল গত বছরেই। সেসময় মাহি বিষয়টিকে ফেক বলে উড়িয়ে দিয়েছিলেন।

তবে ২৭মে প্রকাশিত ছবিগুলোতে মাহি ও শাওনকে বিয়ের পোশাকে খুঁজে পাওয়ার পরও মাহি একই কথা বললেন।

মাহি জানিয়েছেন ছবিগুলো ফেক। একটি শুটিং সেটে মাহিকে বিয়ের সাজে দেখে দুষ্টুমি করে তার সঙ্গে ছবি তুলেছেন শাওন।

ইতোমধ্যেই টক অব দ্য কান্ট্রিতে পরিণত হওয়া ঘটনাটিকে শুধু ফেইক বলেই ক্ষান্ত হননি মাহি। তিনি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন যারা অনলাইনে ছবিগুলো ছড়িয়ে দিয়েছেন ও যেসব অনলাইন ভুল খবর প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে আইসিটি আইনে তিনি মামলাও করবেন।

Facebook Comments