স্বামী ও স্ত্রীর মাঝে বিচ্ছেদ দু’প্রকার- ক. জীবিত অবস্থায় বিচ্ছিন্ন হওয়া। খ. মৃত্যু দ্বারা বিচ্ছিন্ন হওয়া। উভয় অবস্থাতেই নারীর ওপর ইদ্দত ওয়াজিব, অর্থাৎ নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা।
স্বামী ও স্ত্রীর মাঝে বিচ্ছেদ দু’প্রকার- ক. জীবিত অবস্থায় বিচ্ছিন্ন হওয়া। খ. মৃত্যু দ্বারা বিচ্ছিন্ন হওয়া। উভয় অবস্থাতেই নারীর ওপর ইদ্দত ওয়াজিব, অর্থাৎ নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা।
এই ইদ্দতের কারণ হলো, একটি পরিপূর্ণ বিয়ে ভাঙ্গার পর তার শেষ সীমা নির্ধারণ করাই । দ্বিতীয়ত গর্ভ থেকে জরায়ু মুক্ত করা, যেন বিবাহ বিচ্ছিন্নকারী ব্যতীত অন্য কারও সহবাসের বিষয়টি তার সাথে সম্পৃক্ত না থাকে, যদি এটা না করা হয় তবে গর্ভের সন্তানে মিশ্রণ ঘটবে ও বংশ বিনষ্ট হবে।
এ ছাড়া ইদ্দত দ্বারা স্ত্রী সাবেক বিয়ে-বন্ধনের প্রতি সম্মান প্রদর্শনসহ, তালাকদাতা স্বামীর হকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও বিচ্ছেদের কারণে শোক প্রকাশ করে।
মূল : ড. সালেহ ইবনে ফাওজান
ভাষান্তর : মাওলানা মনযূরুল হক