banner

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 199 বার পঠিত

 

নারী চাকরিজীবীদের দ্রুত তৈরি হওয়ার উপায়

আজকাল পুরুষদের পাশাপাশি নারীরাও সমতালে কর্মক্ষেত্রে প্রবেশ করছেন। ফলে কর্মক্ষেত্রে নারীদের পদচারণায় মুখরিত হচ্ছে। তবে রাজধানীর যান্ত্রিক জীবনের মাঝে অসহনীয় যানজটে প্রায়ই অফিসে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে তাদের। এছাড়া সকালবেলা সংসারের যাবতীয় কাজকর্ম গুছিয়ে সঠিক সময়ে বাসা থেকে বের হওয়াটাও কঠিন হয়ে পড়ছে। তাই দ্রুততম সময়ের মধ্যে কীভাবে সবকিছু বজায় রেখেও ঠিকমতো অফিসের উদ্দেশ্যে বের হওয়া যায় তার উপায় নিয়েই নিচে আলোচনা করা হলো :
রাতেই গুছিয়ে রাখুন : আগের দিন রাতেই ঠিক করুন পরের দিন অফিসে কি পরে যাবেন। সেইভাবে পোশাকের সাথে মিলিয়ে অনুষঙ্গগুলো গুছিয়ে রাখতে পারেন। তাহলে অফিসে যাওয়ার সময় খুব সহজেই তৈরি হতে পারবেন।

ছোট্ট মেকআপ পার্স : আপনার সাথে সব সময়েই ছোট্ট একটি মেকআপ পার্স রাখুন। সেখানে ফেস পাউডার, কাজল আর লিপস্টিক থাকবে। ঘরের থেকে সেজে বের হওয়ার সময় না পেলেও ট্রাফিক জ্যামে বসে অবসরটাকে কাজে লাগিয়ে ফেলতে পারেন নিজেকে একটু সাজিয়ে।

দীর্ঘস্থায়ী মেকআপ : কসমেটিকস কেনার সময়ে দীর্ঘক্ষণ স্থায়ী হয় এমন প্রোডাক্ট কিনুন। যেগুলো খুব সহজেই নষ্ট হয়ে যায় কিংবা ঘামলেই গলে যায় এমন মেকআপ পরিহার করুন। এতে একবার মেকআপ করলে বহুক্ষণ ভালো থাকবে আপনার মেকআপ।

৫ মিনিটের হেয়ারস্টাইল : ইন্টারনেটে একটু খুজলেই অনেকগুলো সহজ হেয়ারস্টাইল আছে যেগুলো মাত্র ৫ মিনিটেও করে নেওয়া যায়। দীর্ঘক্ষণ ধরে চুল স্ট্রেইট করার সময় না পেলে এমন চট জলদি হেয়ার স্টাইল করে নিন। আর কিছু না হলেও একটি পনিটেল করে নিতে পারেন। এতে অনেক বেশি সময় চুলের পেছনে ব্যয় করতে হবে না। আবার চুলের যেই স্টাইল আপনার ফেসের সাথে মানানসই এমন একটি স্টাইল বেছে নিতে পারেন।

মেকআপ কৌশল শিখুন : চটজলদি মেকআপ করার জন্য কিছু মেকআপ কৌশল শিখে নিন। নারীদের মূল সময়টা সাধারণত আইলাইনার লাগাতে গিয়ে নষ্ট হয়। এক্ষেত্রে লিকুইড আইলাইনার ব্যবহার না করে পেন্সিল আইলাইনার ব্যবহার করুন। এতে আপনার চোখের মেকআপ নিয়ে ঝামেলায় পড়তে হবে না। সেই সঙ্গে লিপগ্লস না লাগিয়ে চট জলদি ম্যাট লিপস্টিক লাগিয়ে নিন। তড়িঘড়ি বেজ তৈরির জন্য ভালো কোনো ব্র্যান্ডের সি সি ক্রিম ব্যবহার করতে পারেন। এটি একই সাথে সানস্ক্রিনের কাজও করবে এবং ত্বকের ছোটখাটো দাগ ঢেকে ফেলবে।

Facebook Comments