banner

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 169 বার পঠিত

 

নারীরা জানাজার পিছনে পিছনে যেতে পারবে কি?

সব প্রণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে । মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে নিজ নিজ আমল নিয়ে । সুতরাং প্রতিটি ক্ষেত্রে নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করে শরীয়তের আমলকেই প্রাধান্য দিতে হবে ।

সব প্রণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে । মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে নিজ নিজ আমল নিয়ে । সুতরাং প্রতিটি ক্ষেত্রে নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করে শরীয়তের আমলকেই প্রাধান্য দিতে হবে ।

মৃত ব্যক্তির জানাযা নামাজ পড়া হয়ে গেলে তার লাশ নিয়ে যখন গোরস্থানের যাওয়া হয়, তখন নারীরা সে সঙ্গে যেতে পারবে কি না, এ সম্পর্কে উম্মে আতিয়্যাহ [রা] থেকে বর্ণিত আছে, তিনি বলেন- আমাদেরকে জানাযার অনুসরণ করতে নিষেধ করা হয়েছে তবে কঠোরভাবে নিষেধ করা হয় নি।

হাদীসের বাহ্যিক ভাষা নারীদের জন্য জানাযার পিছনে চলা হারাম বোঝায়। তবে উম্মে আতিয়্যাহ [রা.]-এর কথা “আমাদেরকে কঠোরভাবে নিষেধ করা হয় নি”- এ সম্পর্কে শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ [রহ.] বলেন- “মনে হয় সাহাবয়িার উদ্দেশ্য হলো, নিষেধ করার বিষয়টিতে জোর দেয়া হয় নি”। এ কথা জানাযার অনুসরণ করা হারাম হওয়ার পরিপন্থী নয়। হয়তো তিনি ধারণা করেছেন, এ নিষেধাজ্ঞা হারাম নয়। এটা তার নিজস্ব বোধ, তার নিজস্ব বোধ শরীয়তের দলীল নয়, নবী [সা]-এর কথাই দলীল”।

সুতরাং মৃত ব্যক্তির জানাযার পিছনে পিছনে নারীদের চলা ইসলামি শরীয়তে নিষিদ্ধ ।

মূল : ড. সালেহ ইবনে ফাওজান
ভাষান্তর : মাওলানা মনযূরুল হক

Facebook Comments