banner

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ইং, ,

পোস্টটি 1098 বার পঠিত

 

কাফন-দাফনের সময় মৃত নারীর চুল কিভাবে রাখবে ?

আদম সন্তান মারা গেলে তার জানাযার সাথে কিছু বিধান রয়েছে, যা বাস্তবায়ন করা জীবিতদের ওপর জরুরি। মৃত নারীর ক্ষেত্রে বিধান হলো, নারীর চুল তিনটি বেণী করে পিছনে ফেলে রাখবে।

উম্মে ‘আতিয়্যাহ [রা.] নবী [সা]-এর মেয়ের গোসলের বর্ণনা দিয়ে বলেন- অর্থাৎ- আমরা তার চুলকে সমান তিনটি বেণী বানিয়ে পিছনে রেখে দিয়েছি। সুতরাং কাফনে নিয়োজিত নারীদের এ বিধানটির দিকে বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার ।

মূল : ড. সালেহ ইবনে ফাওজান
ভাষান্তর : মাওলানা মনযূরুল হক

Facebook Comments