banner

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 155 বার পঠিত

 

‘নারীদের জন্য বেশি সুযোগ সৃষ্টির মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে’

জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘নারীদের জন্য আরো বেশি সুযোগ সৃষ্টি করে তাদের অগ্রগতির পথকে সুগম করতে হবে। এতে নারী উন্নয়নের পথ সুগম ও জাতীয় উন্নয়ন সম্ভব হবে।’
তিনি বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ নারী পুলিশ এ্যাওয়ার্ড-২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এই কথা বলেন।
স্পিকার নারী ও পুরুষকে এক সঙ্গে নতুন প্রত্যয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, ‘যে সাহসিকতা, দৃঢ়তা এবং সামাজিক বাধা অতিক্রম করে নারীরা পুলিশের পেশাকে গ্রহণ করেছে তা অত্যন্ত চ্যালেঞ্জিং। এই কাজে নিজেদের দৃঢ়তার পাশাপাশি তাদের পুরুষ সহকর্মীদের সহযোগিতা পাচ্ছে। ফলে তারা তাদের কর্মক্ষেত্রে সহজভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হচ্ছে।’
অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘বর্তমানে আমাদের দেশে বিভিন্ন পেশায় নারীরা সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে চলেছে। তারা দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও অবদান রাখছে। নারীদের দৃশ্যমান উপস্থিতি সমাজ ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে।’
নারীরা কৃষিকাজ, সেনা, নৌ, বিমান, পুলিশ, আনসার, ব্যাংক, বীমা, সিভিল সার্ভিস, সাংবাদিকতা ও সাংবিধানিক বিভিন্ন পদসহ সমাজের সকল ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে বলে তিনি তার বক্তৃতায় উল্লেখ করেছেন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৩২ নারী পুলিশ সদস্য ও পুলিশ নারী কল্যাণ সমিতিকে ‘উইমেন পুলিশ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।
Facebook Comments