banner

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 1082 বার পঠিত

 

ঘরে আনুন সবুজের ছোঁয়া

আপনার গৃহ সজ্জায় ইনডোর প্ল্যান্ট হতে পারে একটি অতি প্রিয় ও প্রয়োজনীয় উপাদান। সুন্দর টবে সবুজ কয়েকটি গাছ শুধু আপনার ঘরের সৌন্দর্যই বৃদ্ধি করবে না, পারিপার্শ্বিকতায় আনবে সতেজতা।কিন্তু বাড়িতে শুধু গাছ রাখলেই হবেনা, তার সঠিক যতড়ব ও সাজিয়ে রাখার কৌশলগুলোও রপ্ত
করতে হবে।

 ঘরের ভেতর বা বারান্দায় এমন জায়গায় ইনডোর প্ল্যান্ট রাখতে হবে যেন খুব বেশি কড়া আলো না পড়ে আবার খুব অন্ধকারেও না থাকে। জানালার কাছে, অথবা বারান্দায় গাছ রাখুন।

 সপ্তাহে অন্তত একদিন সব গাছ রোদে দিন। দুপুরের কড়া রোদে গাছ রাখবেন না। সকালের হালকা রোদে গাছ কিছুক্ষণ বাইরে রাখার চেষ্টা করুন।

 গাছে ঘনঘন পানি দেয়ার প্রয়োজন নেই। এতে গাছ পচে যেতে পারে এবং গাছ দুর্বল
হয়ে পড়বে।
 ইনডোর প্ল্যান্ট বেশি বড় করবেন না। এতে ঘর অন্ধকার লাগবে। তাই গাছের বাড়তি ডালপালা ছেঁটে
ফেলুন।

 গাছে ঘন ঘন পানি দেয়ার প্রয়োজন নেই। অতিরিক্ত পানি দিলে গাছ পচে যেতে পারে। কিন্তু তাই
বলে একেবারে পানি দেয়া বন্ধ করবেন না। তাহলে গাছ দুর্বল হয়ে পড়বে। সকাল-বিকাল অল্প করে পানি দিন।

 ইনডোর পা›ট এসি বা এয়ারকুলারের খুব সামনে রাখা উচিত নয়। এতে গাছ খুব তাড়াতাড়ি
শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

 সপ্তাহে একবার গাছে পোকামাকড়ের ওষুধ দিন।

 রাতে গাছ কার্বন-ডাই অক্সাইড ছাড়ে বলে সম্ভব হলে রাতে ঘরের বাইরে গাছগুলো রেখে দিন এবং
সকালে আবার ঘরে নিয়ে আসুন। আর যদি তা সম্ভব না হয় তাহলে জানালা খোলা রাখুন।

 গাছের পাতায় বেশি ধুলো জমলে জোরে ঘষবেন না, নরম কাপড়ে অল্প পানি দিয়ে পরিষ্কার
করুন। অথবা স্প্রে করে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। পাতার নিচের অংশও পরিষ্কার করুন।

 ইনডোর পা›ট রাখার জন্য আমরা অনেকেই শখ করে ডেকোরেটিভ পট ব্যবহার করে থাকি। কিন্তু
খেয়াল রাখতে হবে যখনই দেখবেন শিকড় ড্রেনেজ হোলের কাছে পৌঁছে গেছে তখনই নতুন পটে গাছ
সরিয়ে রাখুন।

 পানি দেয়ার সময় খেয়াল রাখুন যেন বাড়তি পানি গড়িয়ে পড়ে। এতে আপনার ঘর অপরিষ্কার হয়ে
যাবে। তাই একদিন পরপর অল্প করে পানি দিন।

 টব বদলানোর সময় খেয়াল রাখুন শিকড় যাতে ভেঙে না যায়।

 গাছের পাতার রঙ হালকা হতে থাকলে ঠাণ্ডা ও আলো কম পৌঁছায় এমন জায়গায় গাছ রাখতে হবে।

 টবের মাটি মাঝে মাঝে ওলট-পালট করে দেয়া ভালো। এতে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে।

 শুধু গাছের গোড়ায় পানি দিলেই হবে না। গাছের পাতায় সপ্তাহে ৩ দিন পানি স্প্রে করতে হবে।

 কিছু গাছের জন্য খুব অল্প পানির প্রয়োজন পড়ে। যেমন- জেড প ্যান্ট, ক্যাক্টাস, এ্যারেইকা পাম। এগুলোতে সপ্তাহে ২ বার অল্প পরিমাণে পানি দিলেই হয়।

 খুব ছোট ক্যাক্টাস থাকলে গোড়ায় পানি না ঢেলে সপ্তাহে ১ দিন পানি স্প্রে করে দিলেই হবে।

 নতুন নতুন যারা ইনডোর প্যান্ট লাগানোরচিন্তা করছেন তাদের জন্য মানিপ্যান্ট, স্পাইডার প্যান্ট আর ইংলিশ আইভি সবচেয়ে উপযোগী। কারণ এগুলো সহজেই বেড়ে ওঠে।

Facebook Comments