banner

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 4626 বার পঠিত

 

এবার ঈদে দেশীয় ফ্যাশন হাউজ গুলোর নানা আয়োজন

সাদাকালো
11401419_906586569387636_1057436663860270696_n
কিউবিজম শিল্পের সৃজনকৃত শিল্পের ব্যবহার করে তৈরি হয়েছে এবারের ঈদ আয়োজন। কিউবিজমের বিভিন্ন মোটিফ ব্যবহার করে তৈরি হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, টপস, স্কার্ট, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট এবং মগ। এই ঈদ আয়োজন নিয়ে সাদাকালোর একটি প্রদর্শনী চলছে গ্যালারি টুয়েন্টি ওয়ানে (৭৫১, সাত-মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা)।
মায়াসির
10600670_960237600687975_6146221799778212849_n
মায়াসির ঈদ কালেকশন ২০১৫ মাহিন খাঁনের নতুন স্টাইলে গাঁথা। আন্তর্জাতিক ভিন্নধর্মী প্যাটার্ন, ফ্যাশন, রঙ ও নকশার সাজে সাজিয়েছে আকর্ষণীয় ঈদের সংগ্রহ। এ কাট, অ্যাঙ্গেল কাট, উঁচু-নিচু কাট, ভায়েজ কাট দিয়ে, তার সাথে নিখুঁত হাতের এমব্রয়ডারি ও প্রিন্টের এক অনন্য সমন্বয় ঘটিয়েছেন মাহিন খাঁন তার নিজস্ব ডিজাইনে।
উৎসবমুখী এ আয়োজনে থাকছে ছোট ও বড় মেয়েদের থ্রিপিস, টপস্, সিঙ্গেল কামিজ, বিভিন্ন সিল্কের নকশিকাঁথা শাড়ি ও ছেলেদের পাঞ্জাবি, এছাড়াও থাকছে সেন্ডেল, ব্যাগ এবং রুপার তৈরি গহনা। পাওয়া যাবে মায়াসিরের গুলশান ও ধানমন্ডি শাখায়।
ক্যাটস আই
11403489_10153046515270983_6777429313989168475_n
উৎসবের রঙে তারুণ্যের উচ্ছলতা পোশাকের ক্যানভাসে ফুটিয়ে তোলে ক্যাটস আই। এবার ঈদে সিম্পল প্যাটার্ন ভেরিয়েশনে থাকছে মেনজ ও ওমেন কালেকশন। রঙকে প্রাধান্য দিয়ে ফেস্টিভ-কেন্দ্রিক ভ্যালু এডিশন থাকছে পোশাকে। গতানুগতিক প্যাটার্ন ভাবনা থেকে বেরিয়ে আনা হয়েছে স্মার্ট অ্যান্ড ট্রেন্ডি লুক। ডিজাইনেও থাকছে বৈচিত্র্য। পাশাপাশি আউটগোয়িং নারীদের জন্য আছে গাউন কামিজ বা ম্যাক্সি টিউনিক এলিগেন্ট আউটফিট। এছাড়া কো ব্র্যান্ড মুনসুন রেইনে থাকছে শুধুই পুরুষদের জন্য ঈদ-উপযোগী ফরমাল ও ক্যাজুয়াল শার্টিং ও স্যুটিং।
ইয়েলো 
11667387_10153028367033716_446357205597472100_n
নন্দিত ফ্যাশন হাউজ ইয়েলো এবার ঈদে এনেছে তাদের বাহারী এবং এক্সক্লুসিভ কিছু কালেকশন। লিলিয়েন এবং সুতি মূলত এই দুই রকমের কাপড়ের পর ভিত্তি করেই বানানো হয়েছে বেশিরভাগ ড্রেস তবে এছাড়াও রয়েছে শিফন,জর্জেট সহ আরো নানান কালেকশন।
কে ক্র্যাফট
দেশের প্রধান প্রত্যেকটি তাঁত অঞ্চলে এবং প্রায় প্রতিটি কারুশিল্প এলাকায় কে ক্র্যাফট কর্মীবাহিনীর অক্লান্ত পরিশ্রম, ডিজাইন স্টুডিওর মেধা-মনন এবং ক্রেতাদের ভালোবাসা ও সমর্থনে কে ক্র্যাফট বিশ বা একুশ বছর ধরে এগিয়ে চলছে। প্রতিটি কে ক্র্যাফট আউটলেটে নতুন নতুন ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, টপস, সিঙ্গল কামিজ, লেডিস কুর্তা, স্কার্ট-টপস, পাঞ্জাবি, শর্ট-পাঞ্জাবি, লং পাঞ্জাবি, সেমি লং পাঞ্জাবি, সেমি ফিটিং লং পাঞ্জাবি, সেমি ফিটিং শর্ট-পাঞ্জাবি, জেন্টস কুর্তা, ফতুয়া, শার্ট, টি-শার্ট, শিশুদের যাবতীয় পোশাকসহ নানা উপহার সামগ্রী ও ঘর সাজানোর অনুষঙ্গ পৌঁছে গেছে। নানা রং বিন্যাস, অলংকরণ ও নিরীক্ষায় ঈদ পোশাকের কালেকশন সাজিয়েছে কে ক্র্যাফট। মেয়েদের পোশাকের মধ্যে শাড়ি, সালোয়ার-কামিজ, টপ্স, লং-কুর্তার সাথে রয়েছে ম্যাচিং গহনা, স্যান্ডেল ও ব্যাগ।
বাসন্তী
তাজমহল রোডের ফ্যাশন হাউস বাসন্তী বরাবরের মতো এবারের ঈদে সবার জন্য এনেছে আকর্ষণীয় ডিজাইনের পোশাক। পোশাকগুলোর মধ্যে আছে সালোয়ার-কামিজ, কুর্তি, শাড়ি, পাঞ্জাবি, ছেলেমেয়েদের ফতুয়া ও টি-শার্ট। রং, ডিজাইন, কাটিংয়ে বৈচিত্র্যপূর্ণ এসব পোশাকে কাজ করা হয়েছে এমব্রয়ডারি, ব্লক, ইয়ক, কারচুপি, চুমকিসহ বিভিন্ন মোটিফে। সুতি, তাঁত, সিল্ক ও চিকেন, জামদানি কাপড় ব্যবহার করা হয়েছে এসব পোশাকে।
লিটল চ্যাম্পস
ঈদ কিংবা উত্সব পার্বণে বড়দের পোশাক খুব অনায়াসেই যেকোনো শোরুম থেকে কেনা যায়। কিন্তু পরিবারের ছোট্ট সোনামণির পোশাক কিনতে বাবা-মাকে সবসময়ই উদ্বিগ্ন থাকতে দেখা যায়। আর তাই তো বাবা-মায়ের সেই উদ্বিগ্নতা থেকে মুক্তি দিতে ‘লিটল চ্যাম্পস’ নিয়ে এসেছে শিশুদের জন্য পোশাকের এক্সক্লুসিভ সব কালেকশন। ওয়েস্টার্ন ফ্যাশনের সঙ্গে মিল রেখেই হাউসটিতে রয়েছে বাচ্চাদের টপস, টি-শার্ট, পাঞ্জাবি, স্কার্ট, লেগিংস, জিন্স, প্যান্ট-শার্ট থেকে শুরু করে হরেক রকমের জুতা। নগরীর ওয়ারি ও সাভার নিউমার্কেটে রয়েছে লিটল চ্যাম্পসের দুটো শোরুম।
রিচম্যান-লুবনান
11143465_376142035920369_7957727426610651453_n
সম্প্রতি বরিশালের কেন্দ্রস্থল বিবির পুকুর পাড় ফাতেমা সেন্টারের নিচতলায় খ্যাতনামা ফ্যাশন হাউস রিচম্যান-লুবনানের শোরুম উদ্বোধন করেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুনেসা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন জনপ্রিয় মডেল নোবেল, কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ, ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক খান, পরিচালক নাইমুল হক খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বাংলার মেলা
10414851_826354844115568_8917230365026251427_n 11692542_826354890782230_2522548411827623956_n
ঈদ উপলক্ষে বাংলার মেলা সবার জন্য তৈরি করেছে নানা ডিজাইনের পোশাক। অর্গানজা সিল্ক, অ্যান্ডি, হাফসিল্ক, অ্যান্ডি কটন ব্লেন্ড ও টাঙ্গাইল শাড়ি থাকছে এবারের শাড়ির কালেকশনে। সালোয়ার-কামিজে এবার থাকছে সবচেয়ে বেশি ডিজাইন ও রঙের ভেরিয়েশন। বাচ্চাদের জন্যও থাকছে নানা ডিজাইন ও রঙের পোশাক।
নিপুণ
ঈদকে নিয়ে ভাবতে শুরু করেছে সবাই। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। প্রকৃতির পরিবর্তন, গরমের তীব্রতা সাথে বর্ষার মৌসুম। তাই ক্রেতাদের উপযোগী পোষাকে সমৃদ্ধ হয়েছে দেশীয় ফ্যাশন হাউস ‘নিপুণ’। আর তাই ক্রেতাদের স্বস্তি ও স্বাচ্ছন্দের কথা চিন্তা করে নিপুণের প্রোডাক্ট লাইনে ফেব্রিক্স হিসেবে প্রাধান্য পেয়েছে সুতি, লিনেন, জয়সিল্ক ও তাঁত কটন। ঈদ আয়োজনে পোশাকে থাকছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তী, সিঙ্গেল পিস, ছেলেদের ক্ষেত্রে পাঞ্জাবি, শার্ট, ফতুয়া। আর এই ঈদে বাচ্চাদের পোশাকে নিপুণ সেজেছে ভিন্ন সাজে।
শৈল্পিক
10423762_969377879749441_6902525707851924323_n
আসছে ঈদ উপলক্ষে শৈল্পিক এনেছে নতুন ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, টপস, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ও টি-শার্ট। উত্সবের পোশাককে জমকালো করার জন্য বিভিন্ন ধরনের আধুনিক মোটিফেরও সমন্বয় করা হয়েছে। অ্যারাবিক ক্যালিওগ্রাফিক, ফোক মোটিফ, জিওমেট্রিক্যাল ও ফ্লাওয়ার মোটিফসহ নানা ধরনের মোটিফের ছোঁয়া পাওয়া যাবে শৈল্পিকের সবগুলো পোশাকে।
ঈদ উপলক্ষে ভাসাভি’র ফ্যাশন শো
vasavi-tradition-fashion
প্রতিবছর দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউস ভাসাভি ঈদ উত্সবকে সামনে রেখে আয়োজন করে ঈদ ফ্যাশন শো। এবারও দেশের শীর্ষস্থানীয় অভিজাত ফ্যাশন হাউজ ভাসাভি ফ্যাশনস বাংলাদেশসহ উপমহাদেশের ট্রেডিশনাল শাড়ির এক বিশাল সম্ভার নিয়ে আয়োজন করে ‘এক্সিবিশন অব ট্র্যাডিশনাল শাড়িজ অ্যান্ড ঈদ কালেকশনস’-এর লাইভ ফ্যাশন শো। সম্প্রতি গুলশানে ভাসাভির নিজস্ব শোরুমে ইমন, ফারাহ্ রুমা, নাদিয়া, ইমি, হিরা, ওরিনসহ দেশের শীর্ষস্থানীয় মডেলদের অংশগ্রহণে এ মনোজ্ঞ ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতাঙ্গনের তারকা শিল্পীদের উপস্থিতিতে ভাসাভি ঈদ ফ্যাশন শোর উদ্বোধন করেন ভাসাভির ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান।
সূত্র- ইত্তেফাক।
Facebook Comments