ই-কমার্স প্রতিষ্ঠান ‘ফুড মার্ট’ সম্প্রতি অনলাইন লেনদেন পদ্ধতি চালু করেছে। ফুড মার্ট থেকে অনলাইনে খাবারের ফরমাশ দিয়ে ক্যাশ অন ডেলিভারির পাশাপাশি গ্রাহকেরা অনলাইনে ভিসা ও মাস্টার কার্ড, ডিবিবিএল নেক্সাস কার্ড, বিকাশ, কিউ-ক্যাশ, আমেরিকান এক্সপ্রেস, জেসিবি, ডিসকভার এবং ম্যাস্ট্রো ব্যবহার করে বিল পরিশোধ করতে পারবেন। খাবার বাসায় পৌঁছে দেয় প্রতিষ্ঠানটি।
ফুড মার্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের নভেম্বর মাসে দেশীয় প্রতিষ্ঠান ফুড মার্টের কার্যক্রম শুরু হয়। বর্তমানে ফুড মার্টের সঙ্গে যুক্ত রয়েছে রাজধানীর বনানী, গুলশান-১ ও ২, বারিধারা, মহাখালী, বসুন্ধরা, নিকেতন ও বনশ্রী এলাকার ২০০ রেস্টুরেন্ট। ধানমন্ডি, খিলগাঁও ও মিরপুরেও এখন থেকে ফুড মার্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে খাবারের ফরমাশ দেওয়া যাবে এবং অনলাইনে বিল পরিশোধ করা যাবে।
ফুড মার্টের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেন জানান, গ্রাহকদের অনলাইনে খাবারের ফরমাশ দিয়ে অর্থ পরিশোধের ঝামেলা মেটাতে অনলাইন লেনদেন পদ্ধতি চালু করা হয়েছে।
শুরু হলো ফুডমার্টের অনলাইনে ক্যাশ অন ডেলিভারি
Facebook Comments