banner

শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 143 বার পঠিত

 

অবরোধ সহিংসতায় এ পর্যন্ত ৩৮জন নারী-শিশুর মৃত্যু

অপরাজিতা ডেস্কঃ বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের সভাপতিতে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স কক্ষে সম্প্রতি চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেসি লবি ডিরেক্টর গোস্বামী বলেন, চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে সাধারণ মানুষ, নারী ও শিশু চরম অনিশ্চয়তার শিকার হচ্ছে। রাজনৈতিক কর্মসূচির নামে অবরোধ ও হরতাল কর্মসূচি পালন দিনে দিনে সহিংস-সন্ত্রাসী আকার ধারণ করছে। এই অবরোধ ও হরতালে নিরীহ নারী-পুরুষ-শিশু মৃত্যুবরণ করছে। ৪ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ২৩ দিনে পেট্রলবোমা বিস্ফোরণ, আগুন ও সহিংসতায় নারী এবং শিশুসহ ৩৮ জন মানুষের মৃত্যু হয়েছে। রাজনৈতিক কর্মসূচির নামে নারী, শিশুসহ মানুষ হত্যা বন্ধ করতে হবে।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক বুলা ওসমান প্রমুখ।

Facebook Comments