banner

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 270 বার পঠিত

 

মেয়েদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি ‘বাড়ি বসে বড়লোক’

আইসিটি বিভাগের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে মেয়েদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি ‘বাড়ি বসে বড়লোক’। চলতি বছরের মার্চ মাসে শুরু হওয়া এ প্রশিক্ষণে আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়ে দেশের ৬৪ জেলা ও ২৭৬ উপজেলায় নারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস। প্রশিক্ষণে প্রতিটি উপজেলার ৪৫ জন করে মোট বার হাজার চারশ বিশ জনকে দুই দিনের বেসিক প্রশিক্ষণ ও এদের মধ্য থেকে বাছাই করে প্রতি জেলার ৩৫ জনকে প্রদান করা হবে অ্যাডভান্স প্রশিক্ষণ।

টিএমএসএস-এর পরিচালক ও কর্মসূচির ফোকাল পয়েন্ট নিগার সুলতানা বলেন, ‘সঠিক প্রশিক্ষণ দেওয়া গেলে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।’ আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘মেয়েদের আমরা প্রযুক্তির মাধ্যমে ক্ষমতায়ন ও স্বাবলম্বী করতে চাই। সে লক্ষ্যেই এটি একটি পাইলট কর্মসূচি। এর সাফল্যের উপর ভিত্তি করে আমরা আরও বড় কর্মসূচি গ্রহণ করব।’

Facebook Comments