বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের দক্ষতা বৃদ্ধি কর্মসূচি বৃত্তির আওতায় প্রায় ২০০ নারীকে গ্রাফিক ডিজাইন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের মধ্য থেকে আউটসোর্সিংয়ে অবদান রাখায় ১০ নারীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও ক্রিয়েটিভ আইটি।
সংবর্ধনাপ্রাপ্তরা হলেন ফওজিয়া ইয়াসমিন, জিনিয়া সওদাগর, তানজিন আকতার, আমেনা আকতার, আয়েশা সিদ্দিকী, জুই সাহা, তানিয়া তাহমিনা, তিথি, নাইমা চৌধুরী ও শবনম ইয়াসমিন।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ জানান, বাংলাদেশের ফ্রিল্যান্সারদের ৯ শতাংশ নারী। এই সংখ্যা ৫০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এবং ক্রিয়েটিভ আইটির ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সূত্র- কালের কন্ঠ।