banner

শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 344 বার পঠিত

আহ! শামারুখ!!

 

Mahjabin (1)

 

নাজমা ফেরদৌসী, অপরাজিতাবিডি ডটকম : বাংলাদেশের প্রথমসারির এক দৈনিকে ডা. শামারুখকে নিয়ে শেষ পৃষ্ঠায় আজকের (১৯.১১.২০১৪) খবর ছিল “ছয়দিনেও প্রধান আসামিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেনি।”

 

যশোরের বর্তমান সরকার দলীয় সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের পুত্রবধূ ডা: শামারুখ মাহজাবিন আত্মহত্যা করেছেন মর্মে তাঁর গ্রেফতারকৃত স্বামী হুমায়ুন সুলতান উল্লেখ করেছেন। আত্মহত্যা বলে প্রতিষ্ঠিত করা গেলে এই মৃত্যুর দায় হতে সংশ্লিষ্ট সকল পক্ষ রেহাই পেয়ে যায়। আর তারই মহড়া হচ্ছে এসব উক্তি। আত্মহত্যাকারী আত্মহননের জন্য নিজেই দায়ী। তখন এটির জন্য একটি অপমৃত্যুর মামলা হবে। তারপর কালের গর্ভে হারিয়ে যাবে।

 

উল্লিখিত দৈনিকের ভাষ্য মতে, “মৃত্যুর একদিন আগেও চিকিৎসক শামারুখ মাহজাবিন তাঁর শ্বশুরবাড়িতে খুন হওয়ার আশংকা করে নিজের বাবাকে ফোন করেছিলেন। শামারুখের বাবা সুনির্দিষ্টভাবে একথা উল্লেখ করে হত্যা মামলা করলেও সেই বিষয়ে ওই মামলার প্রধান আসামি , শামারুখের শ্বশুর আওয়ামী লীগের সাবেক সাংসদ খান টিপু সুলতানকে জিজ্ঞাসাবাদই করেনি পুলিশ।”

 

ডা: শামারুখের স্বামী হুমায়ুন সুলতানের দাবী অনুযায়ী চিকিৎসক শামারুখ যদি আত্মহত্যাই করবে, তবে খুন হওয়ার আশংকায় তাঁর পিতাকে কেন ফোন করেছিল? এই একটি প্রশ্নের সঠিক উত্তর পেলেই হয়তো মিলে যাবে কতটা মানসিক নির্যাতনে জর্জরিত ছিলেন মৃত্যুর নীল বেদনায় আচ্ছাদিত শামারুখ।

 

এ প্রসঙ্গে র‌্যাবের গুলিতে পা হারানো লিমনের কথা মনে পড়ছে। যাকে সন্ত্রাসী হিসেবে প্রমাণের শত চেষ্টা ব্যর্থ হয়েছে মিডিয়াগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টায়। লিমনের প্রতি মিডিয়ার নিরবচ্ছিন্ন সহানুভূতিতে যেমন সত্য উদ্ঘাটিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে লিমন সন্ত্রাসী নয়। তেমনি মিডিয়ার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কি ডা: শামারুখের উপর নির্মম নির্যাতনের সত্য উদ্ঘাটিত হতে পারেনা? বেচে থাকার ন্যূনতম সহানুভূতি বঞ্চিত শামারুখ কি মরেও আমাদের সহানুভূতি পাবে না?

 

আহ! শামারুখ!! কতটা নিষ্ঠুর ছিল তোমার হত্যাকারীরা!!! হত্যাকারীদের বুকের ভেতর লালিত আদর্শ এদেরকে কতটা নিষ্ঠুর হতে শিখিয়েছে!! ইসলামতো এমন কোনো শিক্ষা মানুষকে দেয় না। যদি দুজনার দুটি পথ কখনো বেকে যায়, ফিরানো না যায়; তবে তাকে সরে যেতে কিংবা নিজে সরে গিয়ে সুযোগ করে দিতেই ইসলাম শিক্ষা দিয়েছে। ইসলামের শ্বাশত এই মানবিকতাকে প্রগতিশীলতার মোড়কে অধার্মিক হবার প্রতিযোগিতায় উপনীত হয়ে ইসলামের মানবিক শিক্ষাকে যতটুকু আমরা এড়িয়ে চলছি, নিষ্ঠুরতা আমাদের সমাজকে ততটুকু গ্রাস করে নিচ্ছে।

 

অপরাজিতাবিডি ডটকম/আরএ/এ/নভেম্বর২০১৪.

 

 

  

Facebook Comments