অপরাজিতাবিডি ডটকম: নারীদের জনসম্মুখে উচ্চস্বরে হাসা উচিত নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের উপ-প্রধানমন্ত্রী বুলেন্ট এরিঙ্ক। একইসঙ্গে জনগণকে তিনি ‘কোর’আনকে পুনরাবিষ্কার’ ও ‘যৌনাসক্ত’র মতো আচরণ পরিহার করার আহ্বান জানান। খবর ডেইলিমেইলের।
এরিঙ্ক বলেন, ‘নারীদের জনসম্মুখে উচ্চস্বরে হাসা উচিত নয়।’ একইসঙ্গে তিনি নারীদের ফোনে অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকার আহ্বান জানান।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশটির টেলিভিশনে এক অনুষ্ঠানে এ সকল কথা বলেন তিনি।
এ সময় তিনি জনগণের নৈতিক অবক্ষয়ের জন্য টেলিভিশনের অনুষ্ঠানগুলোকে দায়ী করেন। বেশিরভাগ অনুষ্ঠান কিশোরদের ‘সতীত্বের প্রতীক’ থেকে যৌনাসক্তে রূপান্তরিত করছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় তুর্কিরা তাদের মূল্যবোধ হারিয়ে ফেলেছে উল্লেখ করে সকলকে কোর’আন পুনরাবিষ্কারের আহ্বান জানান।
মানুষের অবৈধ যৌনাচার থেকে দূরে থাকা নিয়ে আলোচনার সময় তিনি বলেন, ‘নারী-পুরুষ উভযেরই লজ্জা ও সম্মানবোধ থাকা উচিত।’
অপরাজিতাবিডি ডটকম/আরএ/এ/০৩ আগস্ট ২০১৪ই.