banner

সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ইং, ,

পোস্টটি 191 বার পঠিত

যৌন হয়রানি রোধে ব্র্যাকের কর্মসূচি

Brack

 

 

অপরাজিতাবিডি ডটকম, ঢাকা : যৌন হয়রানি ও উত্ত্যক্তকরণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টিতে নানা কর্মসূচি হাতে নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

 

এসব কর্মসূচির আওতায় রোববার রিকশাপ্লেট প্রচারাভিযান শুরু করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে যৌন হয়রানি প্রতিরোধের স্লোগান সম্বলিত স্টিকার রিকশায় লাগিয়ে প্রচারাভিযান করা হয়।

 

মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) এর আয়োজন করে ব্র্যাক। কর্মসূচির উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

 

মন্ত্রী যৌন হয়রানির মতো সামাজিক সমস্যা সমাধানে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক উপস্থিত ছিলেন। তিনি যৌন হয়রানি নির্মূলকরণে অভিভাবকদের সচেতনতা বাড়ানোর প্রয়োজন বলে উল্লেখ করেন।

 

এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম, বিআরটিএর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বিআরটিসির চেয়ারম্যান জসীমউদ্দিন আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনছার আলী খান, ভিকটিম সাপোর্ট সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফাতিহা ইয়াসমিন, ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক শীপা হাফিজা উপস্থিত ছিলেন।

 

বক্তারা গণপরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট, কর্মস্থলকে নারীবান্ধব করতে এবং এ ব্যাপারে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। প্রচারাভিযান উদ্বোধন শেষে ৫০টি রিকশাসহ একটি র‌্যালি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

অপরাজিতাবিডি ডটকম/আরএ/এ/০৬মে২০১৪

Facebook Comments