banner

বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ইং, ,

পোস্টটি 60 বার পঠিত

 

হবিগঞ্জে নারীদের জন্য প্রথম পূর্ণাঙ্গ মসজিদ

 

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় নারীদের জন্য নির্মিত হয়েছে জেলার প্রথম পূর্ণাঙ্গ মহিলা মসজিদ। ‘হযরত ফাতিমা (রা.) মহিলা মসজিদ ও হিফজ ভবন’ নামের এই প্রতিষ্ঠানটি দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার বালিকা শাখায় স্থাপন করা হয়েছে।

নবীগঞ্জ পৌরসভার পূর্বতিমিরপুর এলাকায় অবস্থিত এই মসজিদে প্রতিদিন প্রায় ৩৫০ জন ছাত্রী একসাথে জামাতে নামাজ আদায় করেন। নামাজের পাশাপাশি এখানে হিফজ বিভাগে কোরআন মুখস্থ করা ও ইসলামি শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে এটি একটি পূর্ণাঙ্গ ধর্মীয় শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।

দাখিল শ্রেণির ছাত্রীদের মতে, একত্রে সুন্দর পরিবেশে নামাজ আদায় তাদের মধ্যে আত্মিক প্রশান্তি ও একতার অনুভূতি তৈরি করছে। হিফজ বিভাগের শিক্ষার্থীরা জানান, এই মসজিদ কেবল নামাজের জায়গা নয়, বরং ইসলামী আদর্শে বড় হওয়ার জন্য একটি প্রশিক্ষণকেন্দ্রও।

২০২২ সালের ১৫ মার্চ হবিগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক ইশরাত জাহান আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করেন। মসজিদটি নির্মাণ করেন প্রবাসী সমাজসেবক ও মাদ্রাসার শুভানুধ্যায়ী মামুন চৌধুরী। তার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ মো. লুৎফুর রহমান জানিয়েছেন, মসজিদটি নারীদের পর্দা ও অজুর সুবিধা নিশ্চিত করে একটি মনোরম ও নিরাপদ ইবাদতের পরিবেশ তৈরি করেছে। তিনি আরও জানান, প্রতি বৃহস্পতিবার এখানে কুরআন-হাদীস চর্চার আয়োজন হয়, যাতে স্থানীয় ছাত্রীদের পাশাপাশি বয়স্ক নারীরাও অংশ নেন।
এছাড়াও হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের পাশে অবস্থিত হওয়ায় দূরপাল্লার যাত্রী নারীরা পথিমধ্যে এই মসজিদে নামাজ আদায় করতে পারেন। দেশের প্রেক্ষাপটে নারীদের জন্য এমন সুযোগ খুবই সীমিত হওয়ায়, এই মসজিদটি অনেক ধর্মপ্রাণ নারীর জন্য একটি বিশেষ আশ্রয়স্থলে পরিণত হয়েছে।

Facebook Comments