উত্তরবঙ্গে নারী সংস্কার কমিশনের সুপারিশসমূহ সমাজের বিদ্যমান ধর্মীয় ও সাংস্কৃতিক মূলধারার সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরবঙ্গ নারী জাগরণ মঞ্চের নেতৃবৃন্দ ও স্থানীয় নারী অধিকারকর্মীরা।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে ‘উত্তরবঙ্গ নারী জাগরণ মঞ্চ, জয়পুরহাট জেলা’ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব উদ্বেগের কথা উঠে আসে। আলোচনায় অংশ নেন সংগঠনের সভাপতি নাজনীন নাহার, সিনিয়র সহসভাপতি শাহনাজ পারভীন, সহসভাপতি তাহরীমা কামরুন, সেক্রেটারি সাবেকুন নাহার, সদস্য আকরিমা, রিম্মি খাতুনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, নারী অধিকার প্রতিষ্ঠার প্রয়াস অবশ্যই প্রয়োজন, তবে তা যেন সমাজের মূল ভিত্তি—ধর্মীয় অনুশাসন, পারিবারিক কাঠামো ও ঐতিহ্যকে উপেক্ষা না করে। তাদের মতে, কমিশনের অন্তত ২০টি সুপারিশ দেশের ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বাস্তবতার পরিপন্থি, যা বাস্তবায়ন হলে সমাজে বিশৃঙ্খলা, বিভ্রান্তি এবং দীর্ঘমেয়াদে নারীর প্রকৃত উন্নয়নে বাধা সৃষ্টি করবে।
তারা আরও দাবি করেন, এই সুপারিশমালায় বিদেশি প্রভাব প্রতিফলিত হয়েছে এবং অনেক সুপারিশ পরিবারব্যবস্থা, নারী-পুরুষের স্বাভাবিক সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে ক্ষতিগ্রস্ত করবে।
সভায় বক্তারা সরকারের প্রতি নারী সংস্কার কমিশনের সুপারিশসমূহ পুনর্মূল্যায়নের আহ্বান জানান এবং বাংলাদেশের নিজস্ব সমাজব্যবস্থা, সংস্কৃতি ও ধর্মীয় আবহকে বিবেচনায় রেখে নতুন নীতিমালা প্রণয়নের দাবি জানান।
আলোচনা শেষে আয়োজক সংগঠন এক লিখিত বিবৃতিতে জানায়, তারা শিগগিরই এসব সুপারিশ বাতিলের দাবিতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে। সেই সঙ্গে দেশব্যাপী সচেতন নাগরিক ও অন্যান্য নারী সংগঠনকে নিয়ে জাতীয় পর্যায়ে ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়।