অপরাজিতাবিডি ডটকম, ঢাকা : দেশে প্রথমবারের মতো মহিলাদের জন্য বীমা সুবিধা নিয়ে এসেছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ‘নিবেদিতা’ নামের এই বিশেষ বীমা পলিসিতে নারীদের দুর্ঘটনায় মৃত্যু, শারীরিক আঘাত, শিশু জন্মকালীন মৃত্যুসহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা প্রদান করা হবে।
গত সোমবার নতুন এই বীমা পলিসির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে কোম্পানির মহাখালীর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী বলেন, দেশের মোট জনসংখ্যার ৫২ ভাগ নারী হলেও তারা প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছেন। এসব নারীর কথা মাথায় রেখেই আমরা এ নতুন পলিসি নিয়ে এসেছি। শুধু ব্যবসায় নয়, নারীদের সহায়তা করা আমাদের অন্যতম লক্ষ্য।
কোম্পানির উপদেষ্টা নাসির এ চৌধুরী বলেন, এ পলিসিতে কর্মজীবী নারীরা কম টাকায় ইন্স্যুরেন্স করতে পারবেন।
সংবাদ সম্মেলনে অতিথির বক্তব্যে নাট্যাভিনেত্রী শমী কায়সার বলেন, গ্রিন ডেল্টার এ উদ্যোগ সময়োপযোগী। এটি একটি মাইল স্টোন হয়ে থাকবে। দেশের প্রতিটি নারীর কাছে এ সুযোগ পৌঁছে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরো জানানো হয়, এক বছরমেয়াদি এ পলিসিতে এক লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স করা যাবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানির কনসালটেন্ট এ এস এ মুইজ, চিফ এক্সিকিউটিভ অফিসার ওয়াফি এস এম খান, মিডিয়া অ্যাডভাইজার মুশফিক ফজল আনসারী প্রমুখ।
অপরাজিতাবিডি ডটকম/আরএ/এ/০১মে২০১৪