ক্রোয়েশিয়ার খ্যাতনামা ভাইরাস বিশেষজ্ঞ ড. বিটা হালাসি দীর্ঘদিন ধরে স্তন ক্যানসারে ভুগছিলেন। বাম স্তনে টিউমার শনাক্ত হওয়ার পর তিনবার অস্ত্রোপচার ও কেমোথেরাপি করেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বারবার টিউমার ফিরে আসায় চিকিৎসার প্রচলিত পদ্ধতিতে আশাহত হয়ে তিনি নতুন পথ খোঁজেন।
শেষমেশ নিজের ওপরই পরীক্ষামূলকভাবে প্রয়োগ করেন অনলোলাইটিক ভাইরোথেরাপি (ওভিটি)। এই পদ্ধতিতে ভাইরাসের ডিএনএ পরিবর্তন করে তা রোগীর দেহে প্রবেশ করানো হয়। এটি ক্যানসারের নির্দিষ্ট কোষগুলোকে টার্গেট করে ধ্বংস করে, অন্য কোনো সুস্থ কোষের ক্ষতি না করে। ড. বিটা নিজেই ভাইরাসটি জৈবিকভাবে পরিবর্তন করে নিজের দেহে প্রয়োগ করেন। অবিশ্বাস্যভাবে তিনি পুরোপুরি সেরে ওঠেন।
তবে এই চিকিৎসাপদ্ধতি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং প্রচলিত চিকিৎসার অংশ নয়। ড. বিটার এই পদক্ষেপে চিকিৎসাবিজ্ঞানে এক নতুন দিগন্ত উন্মোচিত হলেও বিতর্কেরও সৃষ্টি হয়েছে। নিয়ম মেনে ক্লিনিকাল ট্রায়াল সম্পন্ন না করে নিজেই নিজের ওপর এই থেরাপি প্রয়োগ করায় তাঁর গবেষণাপত্র বহু আন্তর্জাতিক জার্নালে প্রত্যাখ্যাত হয়।
বিশেষজ্ঞদের মতে, ড. বিটার অভিজ্ঞতা অনলোলাইটিক ভাইরোথেরাপি নিয়ে আরও গবেষণার পথ সুগম করতে পারে। তবে নিয়মিত ব্যবহারের আগে এটি যথাযথ প্রমাণ এবং অনুমোদনের প্রয়োজন।
ড. বিটার এই সাহসী পদক্ষেপ ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করলেও তা নিয়ে বিতর্ক এখনো অব্যাহত।