banner

বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 18 বার পঠিত

 

নেকাব পরার কারণে বহিষ্কার, শিক্ষার্থীর অভিযোগে তোলপাড়

 

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে বাউবি’র সমাজতত্ত্ব পরীক্ষা চলাকালে এক শিক্ষার্থীকে নেকাব খোলার নির্দেশ দেওয়া হয়। উম্মে আনজুমানয়ারা নামের ওই শিক্ষার্থী মহিলা পরীক্ষক বা অন্য নারীর সামনে নেকাব খোলার প্রস্তাব দেন। তবে হলের দুই শিক্ষক ও প্রিন্সিপাল তা প্রত্যাখ্যান করেন এবং তাকে পরীক্ষায় অংশগ্রহণ থেকে বহিষ্কার করেন।

শিক্ষার্থীর অভিযোগ, তিনি ৩ মাসের অন্তঃসত্ত্বা এবং আগের দুইবার গর্ভপাত হওয়ায় শারীরিক ঝুঁকি নিয়েই পরীক্ষা দিচ্ছিলেন। বারবার অনুরোধ সত্ত্বেও কর্তৃপক্ষ তার বক্তব্য শোনেনি। এমনকি, হলের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও অন্যান্য পরীক্ষার্থীদের স্বাক্ষ্য উপেক্ষা করে তাকে হল থেকে বের করে দেওয়া হয়।

তিনি আরও জানান, তার আইডি কার্ড জব্দ করা হয় এবং প্রিন্সিপাল তাকে “ভুয়া পরীক্ষার্থী” বলে আখ্যায়িত করেন। পরিস্থিতি সামাল দিতে ৯৯৯-এ কল করলে মাটিরাঙ্গা থানার ওসি উপস্থিত হন। কিন্তু প্রিন্সিপাল তার বক্তব্যে পুলিশকে বিভ্রান্ত করে পরিস্থিতি জটিল করে তোলেন।

উম্মে আনজুমানয়ারা প্রশ্ন তোলেন, নেকাব না খুলে পরীক্ষা দেওয়ার অধিকার কি নেই? বড় আদালতগুলোও নারীদের জন্য পর্দার ব্যবস্থা রাখে। তাহলে পরীক্ষা হলে এমন বৈষম্য কেন? তিনি কর্তৃপক্ষের নিকট সুবিচার দাবি করেছেন।

এই ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করে সচেতন মহল। প্রাসঙ্গিক নীতিমালা না থাকলে তা প্রণয়নেরও আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments