banner

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 112 বার পঠিত

পুঠিয়ায় স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তৎপর পুলিশ

http://www.sheershanews.com/assets/images/news_images/2014/04/16/images_33168.jpg

 

অপরাজিতাবিডি ডটকম, রাজশাহী : রাজশাহীর পুঠিয়ায় মাদক ব্যবসায়ীদের গণধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় পুঠিয়ার জিউপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। ওইদিন বান্ধবীদের সাথে পহেলা বৈশাখ উপলক্ষে পুঠিয়ার রাজবাড়িতে আয়োজিত অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলো ওই স্কুলছাত্রী।

ধর্ষণের শিকার ওই ছাত্রী একই এলাকার বাসিন্দা। সে ঝলমলিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ওই ছাত্রী বাদি হয়ে পুঠিয়া থানায় স্থানীয় চার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করলেও তাদের গ্রেফতারে গড়িমসি করছে পুলিশ।

মামলার আসামিরা হলেন, স্থানীয় শীর্ষ মাদক ব্যবসায়ী জিউপাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে পলান, মোজাহারের ছেলে হান্নান, আব্বাস আলীর ছেলে কুরবান আলী ও  মালেক নামের আরো একজন।

অভিযোগ উঠেছে, মোটা অংকের অর্থের বিনিময়ে পুলিশ ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে থানায় মামলা দায়ের করায় বুধবার ঝলমলিয়া বাজারে ওই ছাত্রীর চাচাকে মারপিট করেছে ধর্ষক ও তাদের লোকজন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

পাশবিকতার শিকার স্কুল ছাত্রীর পারিবার জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বান্ধবীদের সঙ্গে পুঠিয়া রাজবাড়ির মাঠে অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলো। পথে বান্ধবীরা নিজ নিজ বাড়ি  ফিরে  গেলে সে একা হয়ে যায়।

এসময় আগে থেকে ওঁৎপেতে থাকা চার মাদক ব্যবসায়ী ওই স্কুল ছাত্রীকে মুখে কাপড় বেঁধে পাশের একটি ভুট্টার ক্ষেতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে ওই ছাত্রীকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এ নিয়ে গত মঙ্গলবার বিকেলে মীমাংসার জন্য গ্রাম্য সালিশ বসে। সেখানে ধর্ষণের শিকার ওই ছাত্রী ও তার পরিবারকেই তিরস্কার করে গ্রাম্য মাতবররা। একই সঙ্গে এ নিয়ে থানায় মামলা দায়ের থেকে বিরত থাকতেও চাপ দেয় তারা। পরে ওই দিনই সন্ধ্যায় থানায় মামলা দেয় ওই ছাত্রী।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান জানান, ঘটনাটি গণধর্ষণ বা ধর্ষণ নয়, ধর্ষণ চেষ্টা। তবে ঘটনার তদন্ত চলছে। জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই ছাত্রীকে এ নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন।

এছাড়া আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতারের চেষ্টাও অব্যাহত রয়েছে। ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন ওসি।

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১৬এপ্রিল,২০১৪

Facebook Comments