banner

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 571 বার পঠিত

লকডাউনে ৩১৭টি সার্টিফিকেট অর্জন তরুণীর

লকডাউনের দিনগুলোতে অখণ্ড অবসরের ‘সর্বোচ্চ’ ব্যবহার করে ৩১৭টি সার্টিফিকেট অর্জন করেছেন ভারতের এক পিএইচডি স্কলার। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সুধন্যা নাথ নামের ওই তরুণী বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং পাকিস্তানের মতো দেশ থেকে বিভিন্ন কোর্স করে এই সনদগুলো পেয়েছেন।

‘লকডাউনের দিনগুলোতে বাড়িতে থাকার সময় কিছু অনলাইন কোর্সে অংশ নেই। সবগুলো কোর্স ছিল আমার সাবজেক্ট-ভিত্তিক: অ্যানিমেল নিউট্রেশন,’ জানিয়ে সুধন্যা ইংরেজি গণমাধ্যমটিকে বলেন, ‘এরপর অন্য বিষয়ের ওয়েব সেমিনারেও অংশ নেই। এতে অনেক নতুন কিছু জানতে পেরেছি।’

২৫ বছর বয়সী এই তরুণীর অল্প বয়স থেকেই নানা বিষয়ের প্রতি ঝোঁক ছিল। সেই অভ্যাসটা তিনি এখনো ধরে রেখেছেন, ‘অনেক শখর বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাইলেও সময়ের অভাবে পারিনি। কিন্তু লকডাউন আমাকে সেই সুযোগ করে দিয়েছে। সঙ্গে ছিল প্রযুক্তির আশীর্বাদ।’

কোর্সের পাশাপাশি তিনি ক্রিয়েটিভ রাইটিং এবং ভিডিওগ্রাফির কয়েকটি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন।

‘আমি শুধু সার্টিফিকেটের জন্য বসে থাকিনি। নিজেকে ব্যস্ত রাখতে অনেক কুইজ খেলেছি। বই পড়েছি। লেখালেখি করেছি।’

Facebook Comments