banner

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 244 বার পঠিত

ভারতে পাচারের সময় বেনাপোলে তরুণী উদ্ধার

pachar 

অপরাজিতবিডি ডটকম, যশোর : মডেলিংয়ের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা টুম্পা নামে (১৮) এক তরুণীকে উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। মঙ্গলবার সকালে ‘মৌ’ নামের বেনাপোলের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এসময় আব্দুল হাই ব্যাপারী (৪২) নামের এক পাচারকারীকেও আটক করে পুলিশ।
উদ্ধারকৃত টুম্পা ফরিদপুর জেলার শিবচর থানার আব্দুল মালেকের মেয়ে। আর আটক পাচারকারী আব্দুল হাই ব্যাপারী মাদারীপুর পুরান বাজার গ্রামের আজিজ ব্যাপারীর ছেলে। বর্তমানে সে এ পি পশ্চিম যাত্রাবাড়ি এলাকায় বসবাস করে।

বেনাপোল বন্দর থানার এসআই শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদে জানা যায়, ‘মৌ’ আবাসিক হোটেলে একটি তরুণীকে ভারতে পাচারের জন্য এনে রাখা হয়েছে। এ সংবাদের ভিত্তিতে সকালে হোটেলে অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার ও পাচারকারীকে আটক করা করে থানায় নিয়ে আসা হয়। পাচারকারীর বিরুদ্ধে নারী ও শিশু পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানায়, উদ্ধারকৃত তরুণীকে জবানবন্দীর জন্য যশোর আদালতে পাঠানো হয়েছে।

উদ্ধার হওয়া তরুণী টুম্পা জানান, তার বাড়ি ফরিদপুরে। তারা ঢাকার যাত্রাবাড়ি থাকে। দুই মাস আগে পাচারকারী আব্দুল হাইয়ের সাথে তার পরিচয়। সে তাকে প্রায় সময় অনেক বেতনে মডেলিং এর চাকুরী দেয়ার কথা বলতো। রবিবার বিকেলে মোবাইল করে তার চাকুরী হয়ে গেছে বলে বাড়ি থেকে গাবতলী নিয়ে আসে। সেখান থেকে রাতে একটি বাসে করে সোমবার বেনাপোল নিয়ে আসে। ভারতে পাচারের লাইন খারাপ থাকায় বেনাপোল ‘মৌ’ নামের একটি আবাসিক হোটেলে তাকে রাখা হয়। তাকে ভারতে পাচারের জন্য এখানে এনে রাখে বলে মেয়েটি জানায়। সেখানে তাকে পাশবিক নির্যাতন করা হয় বলে মেয়েটি থানায় জবানবন্দি দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

অপরাজিতবিডি ডটকম/আরআই/এ/০৮ এপ্রিল, ২০১৪.

Facebook Comments