banner

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 318 বার পঠিত

 

বিনামূল্যে জরুরি মানসিক স্বাস্থ্যসেবা

বিনামূল্যে জরুরি মানসিক স্বাস্থ্যসেবা


স্বাস্থ্যকথা


সন্ধ্যা ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত আমরা আছি অনলাইন ভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে। আমাদের টিমে আছে কাউন্সেলিং সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি, এডুকেশনাল সাইকোলজি, সাইকোলজি, ও অন্যান্য মানসিক স্বাস্থ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবীরা। স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ ও সেবাগ্রহীতার চাহিদার ভিত্তিতে পরবর্তীতে সেবার সময়সীমা বাড়ানোর পরিকল্পনা আছে।

সময় এখন সচেতন থাকার, দুরে থেকেও কাছে থাকার, মানসিকভাবে সুস্থ থাকার, আসন্ন মানসিক রোগকে প্রতিরোধ করার।

বিস্তারিত পেজে…
আমাদের সেবা সমুহ:
১। অডিও কলের মাধ্যমে সাপোর্ট
২। ভিডিও কলের মাধ্যমে সাপোর্ট
৩। লিখিত বার্তার মাধ্যমে সেবা (চ্যাট)
৪। সচেতনতা ও মনোসামাজিক শিক্ষামূলক কন্টেন্ট
৫। প্রশ্ন উত্তর এর মাধ্যমে সাপোর্ট।

বাংলাদেশ কিংবা বাংলাদেশের বাইরে অবস্থানরত যেকোন বাংলা ভাষাভাষী আমাদের এই ফ্রি সেবা সমুহ নিতে পারেন।

সেবার জন্য ফর্মটি ফিলাপ করতে হবে: https://forms.gle/ra2Bva4Jf5eSLfi99

অথবা কল করতে পারেন এই নাম্বারগুলো তে 01515625217, 01730443737

আমরা আপনাকে যুক্ত করে দিব একজন মানসিক সহায়তা বিশেষজ্ঞের সাথে।

#covid19 #mentalhealtmatters #crisissupport #imsteam

Facebook Comments