banner

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 504 বার পঠিত

 

হাফসা

হাফসা


সুমেরা জামান


সময়টা গত বছরের ঠিক মাঝামাঝি। টি স্টলের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছি জলিল ভাইয়ের জন্য। যিনি আমাকে স্কুল থেকে নিয়ে যাওয়া আসা করেন।
হঠাৎ হাফসার বাবার সাথে দেখা।
তাকে দেখে আমি কুশলাদি বিনিময়ের আগেই জানতে চাইলাম হাফসা স্কুলে আসছে না কেন ভাই?

একগাদা অভিযোগ ঝুরঝুর করে ঝরতে লাগলো তা কন্ঠনালী থেকে।

হাফসা সকালে উঠে কান্না শুরু করে
স্কুলে আসবেনা। পড়াতে বসতেই চায় না। ইত্যাদি ইত্যাদি
অনেক কথার মাঝে একটা ভাল কথা যেটা বলল,
“আমার মেয়ের স্মরণশক্তি ভাল। পড়লে মনে রাখে কিন্তু লিখতে চায় না।”

এমন সময় জলিল ভাই চলে এলো তার অটোরিকশা নিয়ে। শুধু একটু বলে বিদায় নিলাম কাল সকাল ১০ টাতে আপনি আর হাফসার আম্মু আমার সাথে দেখা করবেন স্কুলে। হাফসাকে সাথে আনার দরকার নেই।

যথারীতি সকাল ১০টা।
তারা উপস্থিত আমার অফিসরুমে।
আমি জানতে চাইলাম ,
রহিমা আপা হাফসা কেমন আছে?

আপা সবই ভাল খালি লেখাপড়া করতে চায়না। আমি সারাদিন ওর পেছনে লেগে থাকি। পড়া ছাড়া এ দুনিয়াতে কোনো দাম আছে বলেন? একবার আমি অল্প বয়সে বিয়ে করে লেখাপড়া শেষ করতে পারিনি। এখন বুঝি পড়ার কি মূল্য।
তাই খুব চেষ্টা করি। আমার মেয়ের কি পড়া হবে আপগো !

হতাশা আর আফসোস নিয়ে কথাগুলো এক দমে বলে শেষ করলেন হাফসার আম্মু।

এতো চিন্তিত হবার কিছু নেই।
সবকিছু করবে আপা।
হাফসার বয়স এখন মাত্র ৫ বছর।
বয়স অনুসারে বাচ্চাদের ব্রেনের বিকাশ হয়। ১ থেকে ৫ বছর বয়সের বাচ্চারা তার নিকট পরিবেশ থেকে সবচেয়ে বেশী শিখে। আর সেটা শিখে দেখা আর শোনার মাধ্যমে।
এরপর ওরা নিজের মত করে চিন্তা করে, বলে, এঁকে,লিখে প্রকাশ করে।
গল্প শোনান,ছড়া কিংবা ছড়াগান।

এতো তাড়াতাড়ি লেখালিখি নিয়ে মন খারাপ করবেন না। হাফসা আঁকতে খুব পছন্দ করে। আশা করি লিখতে করবে।
আপনারা যদি আমাকে একটু সহযোগীতা করেন তবে সব হবে আপা।

কি করতে হবে বলেন আপা ?
হাফসার বাবা উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আমার আছে জানতে চায়লো। টাকা পয়সা যত যা লাগে আমরা খরচে রাজী আপা। শুধু মেয়েটাকে যদি পড়াতে পারতাম। আপনি প্রাইভেট পড়াবেন?

আমি হেসে বললাম এসব কিছুর দরকার নেই। আপনার মেয়ে আমার ছাত্রী। শুধু আমাকে একটা কথা দিতে হবে। বাকী সব দ্বায়িত্ব আমার।
আজ থেকে হাফসাকে আর বাসাতে পড়াতে বসাবেন না।

তারা দুজনই ভীষণ অবাক হয়ে দুজন দুজনের দিয়ে তাকিচ্ছে ।

এমন সময় দপ্তরী চা নিয়ে এলো।

আমি বললাম প্লিজ চা শেষ করেন।

Facebook Comments