banner

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 133 বার পঠিত

আদিতমারীতে ৬ ছাত্রীকে পেটানোর ঘটনায় গ্রেফতার ১

অপরাজিতাবিডি ডটকম, লালমনিরহাট: ছবি তুলতে নিষেধ করায় শিক্ষকসহ ছয় স্কুলছাত্রীকে মারধরের ঘটনায় সাইদী হোসেন মুন্না (১৮) নামের এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।

 

এদিকে, বাকিদের গ্রেফতারের দাবিতে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। রোববার দুপুরে গ্রেফতারকৃত বখাটে মুন্নাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

গ্রেফতারকৃত সাইদী হোসেন মুন্না লালমনিরহাট সদর উপজেলার তালুক হারাটী গ্রামের এমতাজ উদ্দিনের ছেলে।

 

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল জানান, এ ব্যাপারে শনিবার রাতেই উপজেলার সারপুকুর উচ্চ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব বাদশা বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে অজ্ঞাত আরও ৮/১০ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।

 

মামলাটি আমলে নিয়ে আদিতমারী থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে সাইদী হোসেন মুন্না নামের এক বখাটেকে গ্রেফতার করে।

 

এদিকে, বাকি বখাটেদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছে।

 

লালমনিরহাটের পুলিশ সুপার এটিএম মোজাহিদুল ইসলাম সকালে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে এবং ওই বিদ্যালয়ে যান।

শনিবার সকালে মানসিকা ভবনে আন্তঃস্কুল বিজ্ঞান মেলায় অংশগ্রহণের জন্য সারপুকুর উচ্চ বিদ্যালয় থেকে ২৮ শিক্ষার্থী লালমনিরহাট শহরে আসে। মেলা চলাকালে কতিপয় বখাটে তাদের স্টলে এসে মোবাইল ফোনে ছাত্রীদের ছবি তুলতে চেষ্টা করে। এতে বাধা দেয় শিক্ষার্থীরা।

বিষয়টি মানসিকা কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনো পদক্ষেপ না নেওয়ায় মেলা বর্জন করে শিক্ষার্থীরা চলে যায়। পথে প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অটোরিকশার পথরোধ করে ছাত্রীদের মারধর করে বখাটেরা। এসময় তাদের রক্ষা করতে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রসন্ন কুমার এগিয়ে এলে বখাটেরা তাকেও মারধর করে।

ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকরা বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বখাটেদের শাস্তির দাবি জানায়। আধাঘণ্টা পর পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন তারা।

আহত এসএসসি পরীক্ষার্থী টুম্পা, ৯ম শ্রেণির ছাত্রী নুর জাহান, ৮ম শ্রেণির ছাত্রী শাহানা, ৯ম শ্রেণির ছাত্রী সাহানা, ৭ম শ্রেণির ছাত্রী কুলসুম বেগম ও সহকারী শিক্ষক প্রসন্ন কুমার আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

 

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/৩০ মার্চ, ২০১৪

Facebook Comments