banner

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 608 বার পঠিত

 

নিজের তৈরি করে নিন নাইট ক্রিম

নিজের তৈরি করে নিন নাইট ক্রিম


ববিতা পারভীন


ত্বকের সৌন্দর্য রক্ষার্থে ময়েশ্চারাইজার অদ্বিতীয়। বাজারে নানা ব্র্যান্ডের ও বাজেটের ময়েশ্চারাইজার রয়েছে। শুষ্ক ত্বকে তো বটেই তৈলাক্ত ত্বকেও ময়েশ্চারাইজার প্রয়োজন। দিনে ও রাতে আলাদা ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো। কেননা রাতের জন্য তৈরি ক্রীম গুলোতে আলাদা কিছু উপদান থাকে, যা সারা রাতে ত্বককে পুষ্টি যোগায় এবং ক্রীম ভেদে কার্যক্রমও আলাদা হয়। আর সাধারণত ডে ক্রিম গুলোর চেয়ে নাইট ক্রীমের দামও পড়ে বেশি, তাই অনেকেই হয়ত আলাদা নাইট ক্রীম ব্যবহার করেন না বা অনেকের ত্বক স্পর্শকাতর হওয়াতে বাজারে প্রচলিত কেমিকেল নির্ভর প্রসাধনীকে ভয়ও পেয়ে থাকেন।

আসুন জেনে নিই ঘরেই নাইট ক্রিম তৈরির পদ্ধতি।

উপকরণঃ

-কাঠবাদাম ১০ টি

পেস্তা বাদাম ১০ টি

– গোলাপ জল

-১ টেবিল চামচ মধু(যাদের ত্বকে মধু স্যুট করেনা তারা মধু দিবেন

-১ টা ভিটামিন ই ক্যাপসুল

-ক্রিম রাখার বক্স

পদ্ধতিঃ

১। কাঠবাদাম গুলোকে সারা রাত দুধ বা গোলাপ জলে ভিজিয়ে রাখুন।

২। পরের দিন সকালে বাদামগুলোকে ছাল হতে আলাদা করে ব্লেন্ডারে ব্লেন্ড বা শিল পাটায় বেটে নিন, খুব মিহি পেস্ট হতে হবে।

৩!কাচা হলুদ ও বেটে নিতে বা ব্লেন্ড করতে হবে।হবে-মেয়ের

৪। এবার পরিষ্কার একটি বাটিতে বাকি সব উপকরণ যেমন মধু, ভিটামিন ই ক্যাপসুল, দিয়ে ভালো করে পেস্ট গুলো মিশিয়ে নিন।

৫। এবার সবগুলো উপকরণ ভালো ভাবে মিশিয়ে যে পাত্রে সংগ্রহ করতে চান সেটাতে রেখে দিন।

৭। পাত্রটিকে প্রথম ২৪ ঘণ্টা ডিপ ফ্রিজে এবং তারপর নরমাল ফ্রিজে রাখুন।এটি ফ্রিজে রেখে ৮/১০ দিন ব্যবহার করা যাবে।

৮। এবার প্রতিদিন রাতে ফেস ওয়াশ দিয়ে মুখ ভালো ভাবে পরিষ্কার করে ব্যবহার করুন নিজের তৈরি করা নাইট ক্রীম।

নিয়ম মেনে টানা ২ সপ্তাহ ব্যবহারেই ফলাফল দেখতে পাবেন জাদু।
সবার ত্বক এক নয় অনেকের স্যুট নাও করতে পারে।

Facebook Comments