অপরাজিতাবিডি ডটকম, মাগুরা : জুয়াড়ী ও বেকার স্বামীর নির্যাতন সইতে না পেরে সদরের রাজিবের পাড়া গ্রামে আনজিরা বেগম আঞ্জু (৩৫) নামে এক গৃহবধূ তার দুই সন্তানসহ বিষপান করেছে। এ ঘটনায় মা আনজিরা মারা গেছে। অপর দুই সন্তান ফাতেমা (১০) ও আহাদের (৭) অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।
প্রতিবেশী রুবিয়া খাতুন, আমানত হোসেন জানান, ১২ বছর আগে রাজিবের পাড়ার গোলাম কুদ্দুসের ছেলে রবিউল ইসলামের সঙ্গে একই উপজেলার দক্ষিণ মির্জাপুর গ্রামের হতদরিদ্র কৃষক সুলতান মিয়ার মেয়ে আনজিরার বিয়ে হয়। বিয়ের সময় রবিউল কৃষিকাজ করতো। পরে জুয়াড়ীদের সঙ্গে মিশে সর্বস্ব হারায়। জুয়ার আসর থেকে ফিরে প্রায় রাতেই রবিউল আনজিরাকে মারধর করতো। নির্যাতনের ভয় দেখিয়ে সে আনজিরার বাবার বাড়ি থেকে একাধিকবার নগদ অর্থ আদায় করে আসছিল। এসব ঘটনা নিয়ে বেশ কয়েক দফা সালিশ বৈঠক হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে রবিউল জুয়ার আসর থেকে বাড়িতে এসে বাকবিতন্ডার জের ধরে আনজিরাকে আবার মারধর করে। এ সময় তাদের দুই সন্তান কান্নাকাটি করলে তাদেরও নির্দয়ভাবে মারপিট করে।
এ ঘটনায় কিছুক্ষণ পর আনজিরা দুই সন্তানকে বিষপান করিয়ে নিজে বিষপান করে। মারাত্মক অসুস্থ অবস্থায় তাদের সদর হাসপাতালে আনা হলে দুপুর আড়াইটার দিকে আনজিরা মারা যায়। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় দুই সন্তান আহাদ ও ফাতেমাকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকে রবিউল পলাতক রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হাসেম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের অভিযোগ গ্রহণ করেছে। আনজিরার বাবার বাড়ির লোকজন এটিকে হত্যা বলে দাবি করেছে। ঘটনার তদন্ত চলছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/২৭ মার্চ, ২০১৪