banner

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 155 বার পঠিত

ধর্ষণের প্রতিবাদে শ্রমজীবী নারী ঐক্যের হুঁশিয়ারি

manobbondhon

 

অপরাজিতাবিডি ডটকম,ঢাকা: সাভারে গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের পর গলা কেটে হত্যার প্রতিবাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করছে শ্রমজীবী নারী ঐক্য।

 

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমজীবী নারী ঐক্যের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।

 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘যে নারী শ্রমিকের ঘামে দেশের অর্থনীতি সচল থাকে, সেই নারীকে কেউ সম্মান করে না। তাদের ওপর নির্যাতন দিন দিন বেড়েই চলেছে, যা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক।’

 

বক্তারা আরো বলেন, গত ১৩ মার্চ রাতে সাভারের হেমায়েতপুরে দস্তগীর অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিক আল্পনাকে তার মায়ের সামনেই কিছু নেশাখোর বখাটে ধর্ষণের পর গলা কেটে হত্যা করেছে। এমনকি তার মাকেও গলা কেটে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা।

 

সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ করে বক্তারা বলেন, নারীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের। কিন্তু আজ পর্যন্ত হত্যা ও ধর্ষণের কোনো বিচার পাননি নারী শ্রমিকরা।

 

তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলেন, আল্পনাসহ যেসব নারী ধর্ষিত ও খুন হয়েছেন, তাদের খুনিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে দেশ অচল করে দেবে শ্রমজীবী নারী ঐক্য।

 

শ্রমজীবী নারী ঐক্যের সমন্বয়কারী লীমা ফেরদৌসের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন শ্রমজীবী নারী ঐক্যের কেন্দ্রীয় কমিটির নেতা ফিরোজা বেগম, শাহিদা সরকার, শারমিন পারভিন প্রমুখ।

-প্রতিবেদক

অপরাজিতাবিডিডটকম/আরআই/এ/১৮ফেব্রুয়ারি২০১৪

ধর্ষণের প্রতিবাদে শ্রমজীবী নারী ঐক্যের হুঁশিয়ারি

Facebook Comments