নারী সংবাদ
বেলাব উপজেলার চরআমলাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে শ্নীলতাহানি করার অভিযোগে মামলা হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার চরআমলাব এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষ ঘেরাও করলে পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।
স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, চরআমলাব মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার বিকেলে একটি অনুষ্ঠান চলছিল। এ সময় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে তার কক্ষে ডেকে নিয়ে শ্নীলতাহানি ঘটান প্রধান শিক্ষক। পরে ছাত্রীটিকে ঘটনা কাউকে না জানাতে হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়। দুই মাস আগেও ওই ছাত্রীকে প্রধান শিক্ষক শ্নীলতাহানি ঘটালে লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলেনি ওই ছাত্রী। সোমবার একই ঘটনার পুনরাবৃত্তি হলে ছাত্রী পুরো ঘটনা তার পরিবারের লোকজনকে জানায়। পরে পরিবারের লোকজন স্থানীয়দের নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে অফিস কক্ষ ঘেরাও করলে প্রধান শিক্ষক ভেতর থেকে তার কক্ষ আটকে দেন। খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। এ সময় স্থানীয়রা গণপিটুনি দেওয়ার চেষ্টা করলে তাকে বাঁচাতে গিয়ে কয়েক পুলিশ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সমশের ভূঁইয়া জামান রিটন আহত হন। বেলাব থানার ওসি ফখরুদ্দীন ভূঁইয়া বলেন, প্রধান শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সুত্র: সমকাল।