অপরাজিতাবিডি ডটকম, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্ত্বরে আয়োজিত তিন দিনব্যাপী মেলায় অংশগ্রহণকারী শ্রেষ্ঠ নারী উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক অফিসার ফারহানা ইয়াসমিনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে- উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. আমিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আবুল কালাম, কৃষি অফিসার মো. জসিম উদ্দিন, মৎস্য অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসাইন, শিক্ষা অফিসার আবু ইউসুফ খান ও যুব উন্নয়ন অফিসার শেখ নওশের আলী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপস্বাস্থ্য প্রকৌশলী মো. তদবীরুর রহমান, পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আমান উল্ল্যাহ, নির্বাচন অফিসার মো. জহরুল আলম, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার চেয়ারম্যান আমিনা বেগম প্রমুখ।
পরে মেলায় অংশগ্রহণকারী শ্রেষ্ঠ নারী উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে ১ম আফরিন, ২য় আমিনা আক্তার এবং ৩য় স্থান অধিকার করেন ফুন্ডাসিয়ন ইন্টারভিডা।
অপরাজিতাবিডিডটকম/আরআই/এ/১৮ফেব্রুয়ারি২০১৪