banner

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 1109 বার পঠিত

 

মা তোর নাকফুল বেচতে দিবনা!


মনির মোহাম্মদ


ক,দিন আগে ফেইসবুকে বৃদ্ধাআশ্রমে একজন মায়ের আকুতি পড়ে মনটা খারাপ হয়ে গেল। সেই মা বলেছিল ‘ আমি মারা গেলে আমার নাকফুলটা বেচে আমার কাফনের ব্যবস্থ্যা করবে তোমরা’। লেখাটা পড়ে কলিজায় একটা ধাক্কা খেলাম। এ কেমন সন্তান যার মাকে নাক ফুল বিক্রি করে কাফনের ব্যবস্থা করতে হয়! জানিনা এই স্ট্যাটাস টা সেই সন্তান পড়বে কিনা? যে মা এতো কষ্ট করে সন্তানদের গভীর মমতায় আগলে রেখে সমাজে প্রতিষ্ঠিত করেছেন।

সেই সন্তানরা আজ ব্যস্থতার দোহাই দিয়ে মা-বাবাকে ফেলে আসছে বৃদ্ধাআশ্রম নামক আধুনিক সভ্যতার এক নতুন জঘন্য জীবনে।যেই বয়সে সন্তানদের সেবা আর ভালবাসা পাবার কথা, সেই বয়সে বৃদ্ধাআশ্রমে একলা বসে জীবনের শেষ প্রহর ঘুনছে।

ধিক শত ধিক সেই সব সন্তানদের! পরিশেষে একটি কথা বলতে চাই মা তোর নাকফুল বেচতে দিবনা। বুকের রক্ত বিক্রি করে হলেও তোর মুখে হাসি ফুটাবো, আগলে রাখবো বুকের গভীরে।

ভাল থাকিস মা,
ইতি তোর একজন সন্তান।
——-ম নি র মো হা ম্ম দ!

Facebook Comments