হাবীবাহ্ নাসরীন
সব দেখেশুনে চুপ হয়ে যা, কথা কস না রে পাগলা
যে মরে মরুক, তুই বেঁচে থাক, নিজের জানটা আগলা!
ভাই লাথি খাক, বোন ঘুষি খাক, তুই খাবি মাছ গোশতো
ছোটাছুটি বাদ, মরিবার সাধ? চুপ হয়ে তুই বোস তো!
একটা সাধের প্রাণ পেয়েছিস বেঁচে থাকবার সম্বল
সেটিও খোয়ালে তুই ভেবে বল কার তাতে হবে মঙ্গল!
তিনবেলা খাস, চুল আঁচড়াস, ভদ্রলোকের কারবার
দ্যাখ ফুটবল, গা বাঁচিয়ে চল, দেশ পুড়ে হোক ছাড়খার!
জেগে থেকে আর লাভ কী রে বল, ঘুমালে তবেই হবে ভোর,
গুম হয়ে যাবি নাকি রে ঘুমিয়ে- সিদ্ধান্তটা শুধু তোর।